পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σ Σ 8 রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ (২) কোন ব্যক্তি কোন ওয়ার্ডের ভোটার তালিকাভুক্ত হইবার অধিকারী হইবেন, যদি তিনি (ক) বাংলাদেশের নাগরিক হন; (খ) আঠার বৎসরের কম বয়স্ক না হন; è (গ) কোন যোগ্য আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষিত না হন; ് (ঘ) সেই ওয়ার্ডের বাসিন্দা হন বা বাসিন্দা বলিয়া গণ্য হন। è ভোটাধিকার ২৪। কোন ব্যক্তির নাম যে ওয়ার্ডের ভোটার তালিকায় ত 3 লিপিবদ্ধ থাকিবে তিনি সেই ওয়ার্ডের কমিশনার এবং মেয়র নির্বাচনে ভোট দিতে পারিবেন। s নির্বাচনের সময় *[২৪ক। (১) কর্পোরেশনের মেয়াদ শেষ হইবার তারিখের পূর্ববর্তী একশত আশি দিনের মধ্যে কর্পোরেশনেরಶ অনুষ্ঠিত হইবে। (২) কর্পোরেশন বাতিল হইয়া গেলে, বাতিল থাকার মেয়াদ শেষ হইবার > (৩) উপ-ধারা (১) অথবা e) এর অধীন নির্বাচিত মেয়র অথবা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কর্পোরেশনের কার্যভার গ্রহণ করিতে পারবেন না। o নির্বাচন পরিচালনা ২৫। নির্বাচন কমিশন বিধি অনুযায়ী পঞ্চ * *] মেয়র এবং কমিশনারের নির্বাচন অনুষ্ঠান ও পরিচালনা করিবেন; এবং অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত সকল অথবা যে কোন বিষয়ে বিধান করা যাইবে, যথা— ১ (ক) নির্বাচন পরিচালনার উদেশ্য রিটাংি অফিসার সহকারী রিটাংি S. o অফিসার, প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগ এবং N s তাহাদের ক্ষমতা ও দায়িত্ব; Q. No. “কমিশনার এবং মেয়র” শব্দগুলি “কমিশনার" শব্দটির পরিবর্তে রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, | $$రి (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ১৯ ধারাবলে প্রতিস্থাপিত। CŞ * ধারা ২৪ক রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ২০ ধারাবলে সন্নিবেশিত। “সংরক্ষিত আসনের কমিশনার ব্যতীত মেয়র এবং” শব্দগুলি “নির্বাচিত” শব্দটির পরিবর্তে রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ২১ ধারাবলে প্রতিস্থাপিত।

  • “সংরক্ষিত আসনের কমিশনার ব্যতীত” শব্দগুলি রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৯ (১৯৯৯

সনের ৪ নং আইন) এর ৬ ধারাবলে বিলুপ্ত।