পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>こbr রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ (২) উপ-ধারা (১) এর অধীনে নিরীক্ষার উদ্দেশ্যে মহা হিসাব-নিরীক্ষক কিংবা তৎকর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতা প্রদত্ত কোন ব্যক্তি কর্পোরেশনের সকল নথিপত্র, বহি, ভাউচার, দলিল, নগদ অর্থ, জামানত, ভান্ডার এবং কর্পোরেশনের অন্যান্য সম্পত্তি দেখিতে পারিবেন এবং কর্পোরেশনের মেয়র, ** * * কমিশনার, প্রধান নির্বাহী কর্মকর্তা কিংবা অন্য কোন কর্মকর্তা বা কর্মচারীকে NONজেরা করিতে পারিবেন। ് (৩) কর্পোরেশন অবিলম্বে মহা হিসাব-নিরীক্ষক কর্তৃক উল্লিখিত ক্ৰটি বা? অনুমের প্রতিকার করবে এবং তৎকর্তৃক গৃহীত ব্যবস্থা সম্পর্কে সরকারকে অবহিত করিবে । Q} so (8) কর্পোরেশন নিরীক্ষা প্রতিবেদনের প্রতিলিপি পাইবার পর তিন মাসের মধ্যে নিরীক্ষা প্রতিবেদনসহ উহার প্রত্যেক খাতওয়ারী জবাব প্রকাশ করিবে ཨལ་ཐད་ཀཨ་ཝ་ཤ་ཥ་མ་ཙེe H་ཐ”ཕ་མ་ཐང་ཨ་ཀྱཱ་ཡཱ་ཐ། ঋণ ৬৩। (১) এই আইন, বিধি, Local Authorities Loans Act, 1914 (IX of 1914) এবং আপাততঃ বলবৎ অন্য কোন আইনের বিধান সাপেক্ষে, কর্পোরেশন সরকারের পূর্ব অনুমোদনক্রমে বিধি অনুসারে ঋণ সংগ্ৰহ করিতে পারিবে এবং সরকারের সন্তুষ্টি অনুযায়ী নির্দিষ্ট কিস্তিতে উক্ত ঋণ পরিশোধের জন্য উপযুক্ত বাবস্থ গ্রহ করতে পারবে। N (২) কর্পোরেশন উহার উক্ত ঋণ পরিশোধের জন্য প্রয়োজনীয় পৃথক তহবিল গঠন করিবে এবং সরকার অন্যান্য বিষয়ের মধ্যে এই মর্মেও নির্দেশ দিতে পরিবে যে, কপোরেশনের নির্দিষ্ট কোন খাতের আয় সম্পূর্ণ বা আংশিকভাবে কোন ঋণ পরিশোধের জন্য নির্দিষ্ট রাখিতে এবং প্রয়োগ করিতে হইবে। 2 N. কর্পোরেশনের সম্পত্তি རྔ། ༤s । (১) সরকার বিধি দ্বারা o (ক) কর্পোরেশনের মালিকানাধীন বা উহার উপর ন্যস্ত সম্পত্তির ব্যবস্থাপনা, S রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য বিধান করিতে পারিবে: Q (খ) উক্ত সম্পত্তির হস্তান্তর নিয়ন্ত্রণ করিতে পরিবে। o (২) কর্পোরেশনSo (ক) উহার মালিকানাধীন বা উহার উপর বা উহার তত্ত্বাবধানে ন্যস্ত যে কোন CŞ সম্পত্তির রক্ষণাবেক্ষণ, পরিদর্শন ও উন্নয়ন করিতে পরিবে:

  • “ডেপুটি মেয়র,” শব্দগুলি ও কমা রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন)

এর ২৯ ধারাবলে বিলুপ্ত।