পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ >W)a (২) সরকার কোন জলাধারার অংশ বিশেষকে সাধারণ খেয়া পারাপার পারিবে এবং কর্পোরেশন বিধি অনুযায়ী উক্ত খেয়া পরিচালনা করিবে এবং উহা ব্যবহারের জন্য নিৰ্দ্ধারিত টোল আদায় করিবে। ৯৩। কর্পোরেশন, সরকারের পূর্ব অনুমোদনক্রমে, কোন জলাধারাকে সাধারণ সরকারী মৎস্যক্ষেত্র è মৎস্যক্ষেত্র হিসাবে ঘোষণা করিতে পারিবে এবং উক্ত রূপ মৎস্যক্ষেত্রে সরকারী èst জলমহলকে মৎস্য শিকারের অধিকার কর্পোরেশনের উপর ন্যস্ত থাকিবে, এবং No খাদ্য ও পানীয় দ্রব্যাদি ് ৯৪ । কপোরেশন প্রবিধান দ্বারা- খাদ্য ও পানীয় দ্রব্যাদি ()|್ಲಿ? ংক্রান্ত প্রবিধান দ্রব্য প্রস্তুত বা বিক্রয় নিষিদ্ধ করিতে পারিবে: eS o (খ) লাইসেন্স প্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কোন ব্যক্তি কর্তৃক নির্দিষ্ট খাদ্য বা পানীয় দ্রব্য বিক্রয়ার্থে নগরীতে আমদানী কিংবা বিক্রয় বা বিক্রয়ের জন্য ফেরী করা নিষিদ্ধ করিতে পরিবে; ০১ (গ) প্রবিধানে উল্লিখিত নগরীর স্থানসমূহে নির্দিষ্ট খাদ্য ও পানীয় দ্রব্যাদির (ঘ) দি বাদ ও পনীয় দ্রব পর সময় ও পদ্ধতি নিয়ন্ত্রণ করতে 지(KI: o (ঙ) এই ধারার অধীনে লাইসেন্স প্রদান এবং প্রত্যাহার এবং লাইসেন্সের জন্য প্রদেয় সিনিয়ন্ত্রণ করতে পরিবে: এবং - (চ) খাদ্যের জন্য আনীত বা নির্দিষ্ট কোন রোগাক্রান্ত পশু, হাসমুরগী বা মাছ কিংবা কোন বিষাক্ত খাদ্য বা পানীয় দ্রব্য আটক ও ধ্বংসের ব্যবস্থা করিতে পরিবে। No ৯৫। (১) কর্পোরেশন কর্তৃক প্রদত্ত লাইসেন্স এবং উক্ত লাইসেন্সের দুধ সরবরাহ শর্তানুসারে ব্যতীত ব্যক্তি নগরীতে দুগ্ধ বিক্রয়ের জন্য দুগ্ধবতী গবাদী পশু পালন করবেন না অথবা কোন দুগ্ধ আমদানী বা বিক্রয় করবেন না, অথবা মাখন, ঘি বা দুগ্ধজাত অন্যান্য দ্রব্যাদি প্রস্তুত করিবেন না বা অনুরূপ কোন উদ্দেশ্যে ফৰাচী বাৱহারকলিননা। e$ (২) কর্পোরেশন, সরকারের পূর্ব অনুমোদনক্রমে, বিধি অনুসারে দুগ্ধ সরবরাহ প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারিবে এবং অনুরূপ প্রকল্পে অন্যান্য বিষয়ের মধ্যে গোয়ালা কলোনী স্থাপন এবং নগরীর কোন এলাকায় দুগ্ধবতী গবাদি পশু পালন নিষিদ্ধ করার এবং জনসাধারণের নিকট পর্যাপ্ত পরিমাণ খাটি দুগ্ধ সরবরাহ নিশ্চিতকরণের জন্য বিধান থাকিবে।