পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Wうbr রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ সাধারণের বাজার ৯৬। (১) আপাততঃ বলবৎ অন্য কোন আইন সাপেক্ষে, কপোরেশন খাদ্যদ্রব্য, পানীয় ও জীবজন্তু বিক্রয়ের জন্য সাধারণের বাজার প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে । (২) আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, - কর্পোরেশন সাধারণের বাজার নির্মাণের উদ্দেশ্যে তৎকর্তৃক স্থিরীকৃত শর্তাবলী è সাপেক্ষে, ইচ্ছক দখলকারগণের নিকট হইতে নিৰ্দ্ধারিত সলামী বা আগাম ভাড়া ত্ৰ আদায় করিতে পারিবে । o (৩) কর্পোরেশন সাধারণের বাজারের জন্য প্রবিধান দ্বারা:- ് (ক) বাজার ব্যবহার অথবা বাজারে পরিজন্ম ধর্যকর (খ) বিক্রয়ার্থ পণ্য বহনকারী যানবাহন বা পশুর উপর ফিস আরোপ করার; (গ) দোকান ওই ব্যবহারের জন্য সি আয়কর (ঘ) রিজন আতৰাতিপ্ত উপসি ধার্য করার; এবং (ঙ) বাজারের দালাল, কমিশন এজেন্ট, কয়াল এবং বাজারে জীবিকা পারিবে । ഠ് বেসরকারী বাজার ৯৭। (১) কর্পোরেশন কর্তৃক প্রদত্ত লাইসেন্স এবং উহার শর্তানুযায়ী ব্যতীত কর্পোরেশন এলাকার মধ্যে কোন বেসরকারী বাজার প্রতিষ্ঠা অথবা রক্ষণাবেক্ষণ করা যাইবে না। ২১ o (২) উপ-ধারা (১) এর যাহাই থাকুক না কেন, এই আইন বলবৎ হওয়ার বলবৎ হওয়ার তিন মাসের মধ্যে কর্পোরেশনের নিকট লাইসেন্সের জন্য আবেদন করিবেন এবং যতদিন পর্যন্ত তাহাকে লাইসেন্স প্রদান করা না হয় ততদিন পর্যন্ত क्रिडङबाबाबवण्यालयस्य कडिधायिन S. (৩) কর্পোরেশন প্রবিধান অনুযায়ী বেসরকারী বাজার হইতে ফিস আদায় Q -- করিতে পারিবে। § (৪) কর্পোরেশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে কোন বেসরকারী বাজার so উচিত, তাহা হইলে কর্পোরেশন বাজারটি বন্ধ করিবার জন্য নির্দেশ প্রদান Koso visio WoRIT Acquisition and Requisition of Immovable Property Ordinance, 1982 (VI of 1982) (To Wän Go TSB. অধিগৃহীত হইলে উহার জন্য যে ক্ষতিপূরণ দেয় হইবে সেই ক্ষতিপূরণ প্রদান সাপেক্ষে কর্পোরেশন উক্ত বাজারের কর্তৃত্বভার গ্রহণ করিবে।