পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>○○ রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ (ঠ) দেশীয় সাংস্কৃতির অগ্রগতি ও উন্নয়নের সহায়ক সম্ভাব্য অন্যান্য সকল ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে । পাঠাগারসমূহ ১৩৫। কপোরেশন, সর্বসাধারণের ব্যবহারের জন্য সাধারণ পাঠাগার ও ভ্ৰাম্যমান পাঠাগার প্রতিষ্ঠা করিতে পারিবে। NQমেলা ও প্রদর্শনী ১৩৬। কপোরেশন সরকারের পূর্ব অনুমোদনক্রমে, নগরীতে কোন মেলা, ് uS জনসুবিধার্থে প্রয়োজনীয় যে কোন ব্যবস্থা গ্রহণ করিতে পরিবে এবং উহার দর্শকদের উপর ফিস ধার্য করিতে পারিবে । ് দ্বাদশ পরিচ্ছেদ <o गमाजकया : সমাজকল্যাণ - - ১৩৭। কপোরেশন ് (ক) দুঃস্থদের জন্য জনকল্যাণ কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, এতিমখানা, বিধবা নিবাস ও অন্যান্য প্রতিষ্ঠান । o রক্ষণাবেক্ষণ করিতে পারিবে: (*) কর্পোরেশন নিজ খরচে নগরীতে মৃত নিঃস্ব ব্যক্তিদের মৃতদেহ দাফন ও (গ) ভিক্ষাবৃত্তি, পতিতাবৃত্তি, জুয়া, মাদকদ্রব্য সেবন, মদ্যপান, কিশোর অপরাধ এবং অন্যান্য সামাজিক অনাচার প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে: o (ঘ) সমাজ সেবার জন্য স্বেচ্ছাসেবক গঠনে সংগঠিত করিতে পরিবে: (ঙ) নারী, শিশু ও পশ্চাৎপদ শ্রেণীর কল্যাণসাধনের জন্য কার্যক্রম ব্যবস্থা o (চ) সমাজ কল্যাণ ও সমাজ উন্নয়নমূলক অন্যান্য ব্যবস্থা গ্রহণ করিতে o পারিবে । SON o ত্রয়োদশ পরিচ্ছেদ উন্নয়ন পরিকল্পনা ১৩৮। (১) কর্পোরেশন নির্দিষ্ট মেয়াদের জন্য উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও e$ সাপেক্ষে হইবে এবং উহাতে অন্যান্য বিষয়ের মধ্যে নিম্নবর্ণিত বিষয়াদির বিধান থাকিবে যথা : (ক) কর্পোরেশনের কোন বিশেষ কাৰ্য্যাবলীর উন্নয়ন; (খ) পরিকল্পনার জন্য অর্থ সংগ্রহ এবং বাস্তবায়ন ও তত্ত্বাবধায়ন।