পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ☾ রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ প্রশাসনিক ব্যাপারে ১৪৪। ধারা ১৪২ এর অধীন প্রাপ্ত কোন কিছু এবং ধারা ১৪৩ এর অধীনে সরকারের নির্দেশ প্রাপ্ত প্রতিবেদন অথবা অন্য কোন তথ্য বিবেচনার পর সরকার যদি মনে করেন যে— (ক) কর্পোরেশন কর্তৃক গৃহীত কোন কার্য বে-আইনী বা নিয়ম বহির্ভূত বা উহার উপর অর্পিত কোন দায়িত্ব পালন করা হয় নাই বা ত্রুটিপূর্ণভাবে, 。 অদক্ষভাবে, অপর্যাপ্তভাবে বা অনুপযুক্তভাবে পালন করা হইয়াছে । o (খ) কর্পোরেশনের কোন দায়িত্ব পালনের জন্য পর্যাপ্ত অর্থের ব্যবস্থা করা হয় নাই তাহা হইলে সরকার, আদেশ দ্বারা উক্ত কার্য করিতে বারণ করিতে পারিবে বা নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারের সন্তোষ মোতাবেক উক্ত কর্তব্য যথাযথভাবে পালনের জন্য বা উক্ত দায়িত্ব পালনের জন্য অর্থের ব্যবস্থাকরণের জন্য নির্দেশ দিতে পারিবে, এবং কর্পোরেশন এই নির্দেশ পালন করিতে বাধ্য থাকিবে: \ - তবে শর্ত থাকে যে, সরকারের বিবেচনায় যদি উক্তরূপ আদেশ অবিলম্বে কার্যকর করা প্রয়োজন না হয় তাহা হইলে সরকার উক্তরূপ আদেশ প্রদানের পূর্বে আদেশটি কেন দেওয়া হইবে না তাহার কারণ দর্শাইবার জন্য কর্পোরেশনকে সুযোগ দিবে। o ধারা ১৪৪ এর অধীনে ১৪৫। যদি ধারা ১৪৪ এর অধীনে প্রদত্ত আদেশে উল্লেখিত সময়ের মধ্যে আদেশ কার্যকরকরণ উক্ত আদেশে উল্লেখিত কোন কাজ যথাযথভাবে সম্পাদন না করা হয় তাহা হইলে সরকার অনুরূপ কাজ সম্পাদনের জন্য ব্যবস্থা করিতে পরিবে এবং বেআইনী কার্যক্রম ১৪৬।সরকার যদি মনে করে যে, কর্পোরেশন কর্তৃক গৃহীত কোন কার্যক্রম বাতিল এই আইন বা বিধি বা প্রবিধান বা অন্য কোন আইনের সহিত অসামঞ্জস্যপূর্ণ তাহা হইলে সরকার আদেশ দ্বারা উক্ত কার্যক্রম বাতিল করিতে পারিবে এবং - উক্ত কার্যক্রম উক্ত আইন বিধি বা প্রবিধানের সহিত সামঞ্জস্যপূর্ণ করার জন্য N இ. তবে শর্ত থাকে যে, অনুরূপ আদেশ প্রদানের পূর্বে, অনুরূপ আদেশ কেন o দেওয়া হইবে না তাহার কারণ দর্শাইবার জন্য কর্পোরেশনকে সরকার সুযোগ o দিবে। QN శ్లా ১৪৭। (১) যদি প্রয়োজনীয় তদন্তের পর সরকার এইরূপ অভিমত পোষণ ost বাতিলকরণ করে যে, কপোরেশন (ক) উহার দায়িত্ব পালনে অসমর্থ অথবা ক্রমাগতভাবে উহার দায়িত্ব পালনে ব্যর্থ হইতেছে,