পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ ᎽᏬᎩ ১৭০। এই আইনে কোন কিছু করিবার জন্য বিধান থাকা সত্ত্বেও যদি উহা নিৰ্দ্ধারিত পদ্ধতিতে কোন কর্তৃপক্ষ বা কি পদ্ধতিতে করা হইবে তাহার সম্পর্কে কোন বিধান না কতিপয় বিষয়ের থাকে তাহা হইলে উক্ত কাজ বিধি দ্বারা নিৰ্দ্ধারিত পদ্ধতিতে এবং বিধি দ্বারা নিৰ্দ্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক করা হইবে। ১৭১। এই আইনের বিধানাবলী কার্যকর করিবার ক্ষেত্রে কোন অসুবিধা অসুবিধা দূরীকরণ இ. দেখা দিলে সরকার উক্ত অসুবিধা দূরীকরণার্থে, আদেশ দ্বারা, প্রয়োজনীয় যে o কোন ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে : & তবে শর্ত থাকে যে, এই আইনের বিধান অনুযায়ী কর্পোরেশন গঠিত ് হইবার তারিখ হইতে দুই বৎসর অতিক্রান্ত হইবার পর উক্তরূপ কোন আদেশ দেওয়া যাইবে না । & প্রথম তফসিল রাজশাহী নগরী o (ধারা ২ (ছ) দ্রষ্টব্য) as নিম্নবর্ণিত এলাকাসমূহ রাজশাহী নগরীর অন্তর্ভুক্ত হইবে যথাবোয়ালিয়া থানার সম্পূর্ণ এলাকা। o രു সীমানা : ece উত্তরে : মৌজা হড়গ্রাম, জে, এল নং ৪৩, মৌজা বড় বনগ্রাম, জে, এল নং ১০৯, মৌজা মেহেরচন্ড, জে, এল নং ১২০। দক্ষিণে : পদ্মা নদী। o

  • > পূর্বে : মৌজা বুধপাড়া, জে এল নং ১২৫, মৌজা মিজাপুর, জে এল নং ১১৯,

মৌজা ডাশমারী, জে এল নং ১৯৪। o পশ্চিমে : মৌজা গোয়ালপাড়া, জে এল নং ৪২, মৌজা হারুপুর (আংশিক), জে, এল, নং ২১৬ । so o ost