পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ ১৬৯ ১১। বাজেটের ফরম ও প্রণয়ন পদ্ধতি, কর্পোরেশনের নিকট বাজেট পেশ এবং তৎকর্তৃক উহা বিবেচনা ও অনুমোদন পদ্ধতি, কর্পোরেশনের বাজেট সেসন আহবান ও বাজেট সংশোধন পদ্ধতি। ১২। হিসাব রক্ষণ পদ্ধতি, মাসিক ও বার্ষিক হিসাব প্রণয়ন, পরীক্ষা, প্রত্যয়ন ও - প্রকাশনা। o èst ১৩। কি কি উদ্দেশ্যে এবং কি প্রকারে ঋণ সংগ্রহ করা যাইবে তাহা নিৰ্দ্ধারণ, ঋণের No সবোচ্চ পরিমাণ নির্দিষ্টকরণ। CŞ ് ১৪। কর্পোরেশনের সম্পদ বা তহবিল অবচয় বা অপ্রয়োগকারী ব্যক্তির দায়িত্ব নিৰ্দ্ধারণ পদ্ধতি। <o ് ১৫ । সম্পত্তি নিবন্ধিকরণ ও প্রতিপাদন ও উহার হিসাব রক্ষণ। o >W)| করছে, টােল সিও অনান দাবী নিৰ্বর উসুল ও নিয়ন্ত্রণ পদ্ধতি এবং তৎসম্পর্কে করদাতাদের দায়িত্ব। o ১৭। অকট্রয় (Octroi) ফাকি বন্ধকরণ, অকট্রয় আদায়যোগ্য মালের তল্লাশী ও অকট্রয় আদায়ের জন্য পরিচালিত অভিযান দাবী। ১১ ১৮। কর এবং অন্যান্য দাবী বিল ও নোটিশ জারী পদ্ধতি, ক্রোক ও বিক্রিপূর্বক কর এবং অন্যান্য দাবী আদায় পদ্ধতি, অনাদায়যোগ্য দাবী খারিজ। ... oO >あ | এই আইনের অধীনে বিধি ধারা নিৰ্দ্ধারণযোগ্য অন্যান্য বিষয়। ~ পঞ্চম তফসিল সেলসিম্পর্কে প্রবিধান প্রণয়ন করা যাইবে O ধারা ১৫৭ দ্রষ্টব্য SA ( ) N | কলনেও রকমটারেসভারকর্ষপরিচালনা। & | স্থায়ী কমিটি এবং অন্যান্য কমিটির সদস্য চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান নির্বাচন। No. བྱ་བྱེད་ལྷ་མི་ཝ་ལམ་༔ ཐ་ཚ་༢ཨོཾ་ জনগণের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে মুলতবী প্রস্তাব। ৫ । সভা অভিযাচন। ৬ । সভার কার্যবিবরণী লিপিবদ্ধকরণ।