পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ Տ ԳՏ ১৯। বাজারে বিরক্তিকর বস্তু বা উপদ্রবের সংজ্ঞা নিরূপণ ও উহার নিরোধকরণ; বাজারে ষ্টল এবং মঞ্চ বরাদ্দকরণ; বাজারে বিক্রিতব্য পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ। ২০। জীবজন্তুর মধ্যে ছোয়াচে রোগ বিস্তার প্রতিরোধকল্পে গৃহীতব্য ব্যবস্থা, ছোয়াচে রোগাক্রান্ত জীবজন্তুকে বাধ্যতামূলক টীকাদান বা উহার ধ্বংস সাধন, লাগামহীনভাবে ঘুরিয়া বেড়ানো জীবজন্তু আটককরণ ও খোয়াড়ে আবদ্ধকরণ, বাসস্থানে জীবজন্তু রাখা নিষিদ্ধকরণ, গবাদি পশু রেজিষ্ট্রিকরণ, বিপজ্জনক জীবজন্তুর সংজ্ঞা এবং উহার আটককরণ, ধবংস সাধন বা তৎসম্বন্ধে অন্য কোন ব্যবস্থা গ্রহণ। ২১। কসাইখানায় জন্তু জবাই নিয়ন্ত্রণ, জবাইর পূর্বে পশু পরীক্ষা এবং জবাইর পরে - গোস্ত পরীক্ষা, পশু জবাই ফিস, কসাইখানায় প্রাপ্য মনুষ্য ব্যবহার অনুপযোগী: গোস্তের ধ্বংস সাধন বা তৎসম্বন্ধে অন্য কোন ব্যবস্থা গ্রহণকরণ, অনুমোদিত কসাইখানায় জবাইকৃত পশুর গোস্ত বা যথাযথভাবে সংরক্ষিত গোস্ত ছাড়া অন্য কোন গোস্ত বিক্রয় করা নিষিদ্ধকরণ এবং অনুরূপ কোন গোস্তের ধ্বংস সাধন বা তৎসম্বন্ধে অন্য কোন ব্যবস্থা গ্রহণ করণ; কসাইখানার বাহিরে গোস্ত বহন নিয়ন্ত্রণ অননুমোদিত কসাইখানা পরিদর্শন এবং অনুরূপ কসাইখানায় রাখা জন্তু ও গোস্ত আটক ও বাজেয়াপ্তকরণ: ംര്

  • -

২২ | যানবাহন ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ পথ চাল বিধি, যানবাহন চলাচল সত্তেলিলিওৱা দেন। - - - ২৩। ইমারত নির্মাণ ও পুনঃ নিৰ্মাণ নিয়ন্ত্রণ, ইমারত পরিদর্শন; অননুমোদিত পূর্তকার্য বন্ধ করণ; অননুমোদিত বাড়িঘর ও অন্যান্য নির্মাণ ভাংগিয়া ফেলা ইমারত নির্মাণ ও পুনর্মিসংস্থা ইমারতলির ললি। o ২৪। সাধারণ পার্ক, সাধারণ উদান ও সাধারণ খেলা জয়গর ব্যবহার ও উহাতে প্রবেশ নিয়ন্ত্রণ, পার্ক, সাধারণ উদ্যান ও সাধারণ খোলা জায়গা সংরক্ষণ , নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ, পার্কে প্রবেশের জন্য ও উহার সুযোগ-সুবিধা ভোগ করার জন্য প্রদেয় ফিস। འད། ---། སེམས་

  • / ۶یر گیر ২৫ ৷ ব্যক্তিক্তগত নর্দমা নিয়ন্ত্রণ, নর্দমা সংরক্ষণ, পরিষ্কারকরণ ও পরিদর্শন, নর্দমা

জন্ত অপরাধ। -, * ۶یر ২৬ কর্পোরেশনের কেন কার্য যথা ও সুষ্ঠভাবে সম্পাদন বা এই আইনের কোন - - so উদ্দেশ্যে সাধনের জন্য প্রয়োজনীয়, বিধিতে উল্লেখিত নাই এই প্রকার কোন O বিধান। ২৭। এই আইনের অধীনে পদ্ধতিগত বা প্রবিধান দ্বারা নিৰ্দ্ধারণযোগ্য অন্যান্য বিষয়।