পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২১ ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইন, ১৯৮৯ ১৯৮৯ সনের ৮ নং আইন [১২ ফেব্রম্নয়ারি, ১৯৮৯] ইট পোড়ানো নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রণীত আইন। o যেহেতু ইট পোড়ানো নিয়ন্ত্রণের বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্বদ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ് ১। (১) এই আইন ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইন, ১৯৮৯ নামে অভিহিত সংড়িাপ্ত শিরোনামা ও (২) এই আইন ১৭ই আষাঢ়, ১৩৯৬ মোতাবেক ১লা জুলাই, } তারিখে কার্যকর হইবে। o `२ ॥ Hག་ཀ་ག་ཝ་ར་ལ་ཝ་ཤ་ཥར་གྱི་ཨ་ཁ་ཁོ་ལྷ་ག་ཝ་ཁ་ཤ ཨུརྗ་ཡ་ཝོར་མ་. সংজ্ঞা (ক) “ইটের ভাটা” অর্থ এমন স্থান যেখানে ইট প্রস্তুত বা পোড়ানো হয়; (কক) པརྩ་དra ཐ་རྐྱབ ༥༦ ཐོ་ཤ༢ ཨ་ཕ། ༢ ཨེ་ཨཱ་༔ as༧༤ ལྕཨ་ལི། ཧྥ་རྩ হিসাবে ব্যবহারযোগ্য কাঠ।] ം് (খ) “বিধি” অর্থ এই আইনের অধীনে প্রণীত বিধি; (গ) "ব্যক্তি" বলতে কোন কোম্পানী সমিতি বা ব্যক্তি সমষ্টি, সংবিধিবদ্ধ হউক বা না হউক, কেও বুঝাইবে; (ঘ) “লাইসেন্স” অর্থ এই আইনের অধীনে প্রদত্ত লাইসেন্স। ৩। আপাততঃ বলবৎ অন্য কোন আইনে বিপরীত যাহা কিছুই থাকুক না আইনের প্রাধান্য লে এই আইন্দ্রনিকীকারিবারি। N ব্যতীত কোন ব্যক্তি ইটের ভাটা স্থাপন করিতে *** লাইসেন্স পারিবেন না বা ইট প্রস্তুত বা ইট পোড়াইতে পারিবেন না ।] No so e$ ’ (ক) ও (কক) দফাগুলি ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০০১ (২০০১ সনের ১৭ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।

  • উপ-ধারা (১) ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০০১ (২০০১ সনের ১৭ নং আইন) এর ৩ ধারাবলে

প্রতিস্থাপিত। “ইট পোড়ানো” শব্দগুলি ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০০১ (২০০১ সনের ১৭ নং আইন) এর ৩ ধারাবলে বিলুপ্ত। ෆ