পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইন, ১৯৮৯ ૨૨ (? অপরাধ বিচারার্থে বিধি প্রণয়নের ডুগমতা

  • [৭। কোন ব্যক্তি এই আইনের কোন বিধান বা তদধীন প্রণীত কোন বিধি বা লাইসেন্সের কোন শর্ত লঙ্ঘন করিলে তিনি অনধিক এক বছরের কারাদণ্ড বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন এবং অপরাধ বিচারকালে আদালত যদি এই সিদ্ধান্তো উপনীত হন যে, ধারা ৬ এর অধীন আটককৃত ইট ও জ্বালানী কাঠ বাজেয়াপ্তযোগ্য, তাহা হইলে আদালত উক্ত ইট

ও জ্বালানী কাঠ বাজেয়াপ্ত করার নির্দেশ দিবেন।] èst 。 শ৮। (১) জেলা প্রশাসক বা জেলা প্রশাসক কর্তৃক ড়ঙ্গমতাপ্রাপ্ত কর্মকর্তা বা বন কর্মকর্তা বা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, যাহাদের পদমর্যাদা সহকারী বন সংরড়ক/সমপর্যায়ের নিয়ে নহে বা উপজেলা পরিষদের চেয়ারম্যান এর " ಗೌಡ್ ಕ್ಷಣ T বিচারার্থে গ্রহণ করিতে পারিবেন না ।] s (২) অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন দণ্ডনীয় সকল অপরাধ বিচারার্থ গ্রহনীয় (Cogizble) হইবে।] eỌN ৯। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপনের দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারবে। റ്റ് প্রতিস্থাপিত। & * ধারা ৭ ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০০১ (২০০১ সনের ১৭ নং আইন) এর ৬ ধারাবলে

  • ধারা ৮ ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২২ নং আইন) এর ৭ ধারাবলে

প্রতিস্থাপিত।

  • উপ-ধারা (১) ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০০১ (২০০১ সনের ১৭ নং আইন) এর ৭ ধারাবলে

প্রতিস্থাপিত। 。