পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২৬ আয়োডিন অভাবজনিত রোগ প্রতিরোধ আইন, ১৯৮৯ ১৯৮৯ সনের ১০ নং আইন [২৮ ফেব্রুয়ারী, ১৯৮৯] 。 ×2 ཨ་ཕའི་ཁར་ཨ་འཛམ་བུ་ཨ་ཕའི་ཨ་ཕ་ལ་ཁོང་ཁ་ཐང་ལྟ་མཁ་ཆ་ཕགི་ཝ་ཨ་ལྕགས་སྤེལ་ যেহেতু আয়ােডিন অভাবজনিত রোগ প্রতিরোধের বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; ○

  • সেহেতু এতদৃদ্বারা নিম্নরূপ আইন করা হইল :- o

সংক্ষিপ্ত শিরোনামা ও ১। (১) এই আইন আয়ােডিন অভাবজনিত রোগ প্রতিরোধ আইন, ১৯৮৯ প্রবর্তন নামে অভিহিত হইবে। R .ഠ് (২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে লতলি আলবা । সংজ্ঞা ২। বিষয় বা প্রসগের পরিপন্থী কিছু না থাকিলে এই আইনে (ক) “আয়োডিন মিশ্রিত লবণ” বলিতে ঐ লবণকে বুঝাইবে যাহার মধ্যে জলীয় অংশের পরিমাণ উহার অশুষ্ক নমুনার ওজনের ৬.০ শতাংশের বেশী হইবে না এবং নিম্নবর্ণিত উপাদান শুষ্ক ওজনের ভিত্তিতে নিম্নে উল্লিখিত পরিমাণে থাকিবে, যথা: o, o (অ) অনূ্যন ৯৬.০ শতাংশ ওজনের সোডিয়াম ক্লোরাইড; - Q- (আ) অনধিক ০.১ শতাংশ ওজনের পানিতে অদ্রবণীয় পদার্থ; ട്ട് (ই) অনধিক ৩.০ শতাংশ ওজনের, সোডিয়াম ক্লোরাইড ব্যতীত, SS পানিতে দ্রবণীয় পদার্থ; Q o (ঈ) ৪.৫ হইতে ৫.০ লক্ষাংশ পরিমাণ আয়োডিন (উৎপাদনের সময়), so এবং অনূ্যন ২.০০ লক্ষাংশ আয়োডিন (খুচরা বিক্রয়ের সময়); &S (খ) “প্যাকেট” অর্থ এই আইন বা তদধীন প্রণীত বিধি মোতাবেক তৈরী § ভোজ্য লবণের প্যাকেট; (গ) “ব্যক্তি” বলিতে কোন কোম্পানী, সমিতি বা ব্যক্তিসমষ্টি, সংবিধিবদ্ধ হউক বা না হউক, কেও বুঝাইবে; (ঘ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;