পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলাদেশ ঋণ সালিসি আইন, ১৯৮৯ 之8> তিনি অনধিক তিন বৎসর সশ্রম কারাদন্ডে বা অনধিক দশ হাজার টাকা অর্থদন্ডে বা উভয়বিধ দণ্ডে দণ্ডনীয় হইবেন। (২) জেলা প্রশাসকের লিখিত পূর্ব অনুমতি ব্যতিরেকে কোন ব্যক্তিকে এই ধারায় অভিযুক্ত করা যাইবে না। è ×2 ২৪। এই আইনে ভিন্নরূপ বিধান না থাকিলে, Evidence Act, 1872 কতিপয় আইন ് o (I of 1872) (To Code of Civil Procedure, 1908 (Act V of অ Q 1908) এর বিধানাবলী বোর্ডের কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না। ് ২৫। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে বিধিপ্রণয়নের ক্ষমতা প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে। ·o -

(২) বিশেষ করিয়া এবং উপরি-উক্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুন্ন না করিয়া অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত সকল বা যেকোন বিষয়ে বিবান কাবাইতে o পারে, যথা :- - §o (ক) এই আইনের অধীন দরখাস্তের ফরম; രു (খ) দরবাস্তের সহিত প্রদেয় ফিস ও প্রসেস ফিক্ট ്. , -0 &S (ঘ) বোর্ডের চেয়ারম্যান ও সদস্যগণের নিয়োগ এবং তাহাদের অপসারণ; (গ) বোর্ডের সিদ্ধান্তের ফরম; (8) বাের্ডের চেয়ারমানও সদস্যগণেরভাত ওসমানী റ്റ് (চ) বোর্ডের নথি, রেজিষ্টর, রেকর্ডপত্র; (ছ) জেলা প্রশাসক ও সরকারের নিকট প্রেরিতব্য তথ্য ও বিবরণী (জ) বোর্ডের কার্যপদ্ধতি: N কে) এই আইনের বিধানাবলী বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অন্যান্য বিষয়। Sસ્થા এই আইন বা তদধীন প্রণীত বিধির অধীনে সরল বিশ্বাসে কৃত কোন সরল বিশ্বাসে কৃত ং কাজের ফলে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে বা তাহার ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা কাজকর্ম রক্ষণ CŞ থাকিলে, তজ্জন্য সরকার বা বোর্ডের চেয়ারম্যান বা সদস্য বা বোর্ড বা সরকারের কোন কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোন দেওয়ানী বা ফৌজদারী মামলা বা অন্য কোন আইনগত কার্যধারা দায়ের বা রুজু করা যাইবে না।