পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিনিয়োগ বোর্ড আইন, ১৯৮৯ ২৫৭ (৫) উপ-ধারা (৪) এর অধীন কোন শিল্প প্রকল্প অনুমোদনকালে বোর্ড করিয়া নিম্নলিখিত সকল বা যে কোন বিষয়ে, প্রাসংগিকতা সাপেক্ষে, উহার সুস্পষ্ট সিদ্ধান্ত প্রদান করিবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষের নিকট উহা প্রেরণ করিবে, যথা: (ক) বৈদেশিক ঋণ ও সরবরাহকারী ঋণ (Suppliers credit) এর পরিমাণ ও শর্তাবলী; (খ) বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা ব্যতীত, সরকার বা অন্য কোন স্থানীয় কর্তৃপক্ষের মালিকানা বা নিয়ন্ত্রণাধীন শিল্প এলাকায় জমি বরাদ; (গ) বিদ্যুৎ, গ্যাস এবং পানির সংযোগ প্রদানের সময়সীমা; (ঘ) পয়ঃপ্রণালীর সংযোগ প্রদানের সময়সীমা; § Ø (ঙ) সকল প্রকার টেলিযোগাযোগের সংযোগ প্রদানের সময়সী o

  • 12

N (চ) আমদানীকৃত যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও কাচামালের ক্ষেত্রে শুষ্ক কর্তৃপক্ষ (ছ) পরিবেশ সম্পতি ছড়পত্র সেমসম -``) (জ) শিল্প স্থাপন ত্বরান্বিতকরণের জন্য প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা। Qo (৬) কোন বিষয় সম্পর্কে উপ-ধারা (৫) এর অধীন বোর্ড কর্তৃক প্রদত্ত প্রত্যেক সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিষয়ে সরকারী বা আইন অনুযায়ী সিদ্ধান্ত প্রদানে ক্ষমতাপ্রাপ্ত বা সক্ষম ব্যক্তি বা কর্তৃপক্ষের সিদ্ধান্ত বলিয়া বিবেচিত হইবে এবং ཨ་ར་པཱ་ག་གླི་ཁྱོ༧ གཞུ་ཤཀྱཱ་མཱ་ཡཱ་མ་ར་ཝ། (a) কোন ব্যক্তি, বোর্ডের পূর্বানুমতি ব্যতিরেকে, উপ-ধারা (৫) এর অধীন প্রদত্ত কোন সুযোগ-সুবিধা সংশ্লিষ্ট শিল্প প্রকল্প ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে ব্যবহার করিতে পারবেন না। S. ) উপ-ধারা (৪)এর অধীন অনুমোদিত কোন শিল্প প্রকল্প Companies S. 1913 (VII of 1913) এর অধীন নিবন্ধিত কোন কোম্পানী হইলে উহার CŞ মূলধন ইস্যুকরণ (Issue of Capital) ও শেয়ার বিক্রয় সম্পর্কিত যাবতীয় foss; Gosé Capital Issues (Continuance of Control) Act, 1947 (XXIX of 1947) এর অধীন সরকারের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব সম্পাদন করিতে পারিবে ।