পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ২৭৭ (খ) পরিষদ কর্তৃক নিয়োগ করা যাইবে এইরূপ সকল পদে নিয়োগের জন্য যোগ্যতা এবং নীতিমালা নির্ধারণ করিতে পারিবে: (গ) পরিষদ কর্তৃক নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে শৃংখলামূলক ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তের পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে এবং তাহাদের বিরুদ্ধে শাস্তির বিধান ও শাস্তির বিরুদ্ধে আপলের বিধান è করিতে পারিবে: ് - (ঘ) পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব সুষ্ঠভাবে পালনের জন্য SS প্রয়োজনীয় বিধান করিতে পারিবে। ് ৩৫। (১) রাংগামাটি পার্বত্য জেলা পঞ্চ * *] পরিষদ তহবিল নামে কুন্তল পরিষদের একটি তহবিল থাকিবে। དུ་གལ་ (২) পরিষদের তহবিলে নিম্নলিখিত অর্থ জমা হইবে, যথা :- so (ক) জেলা পরিষদের তহবিলের উদ্ধৃত্ত অর্থ; så (খ) পরিষদ কর্তৃক ধার্যকৃত কর, রেইট, টােল, ফিস এবং অন্যান্য দাবী বাবদ প্রাপ্ত অর্থ; ൽ X. (গ) পরিষদের উপর ন্যস্ত এবং তৎকর্তৃক পরিচালিত সকল সম্পত্তি হইতে প্রাপ্ত আয় বা মুনাফা; ര് -0 -- حمیر (ঘ) সরকার বা অন্যান্য কর্তৃপক্ষের অনুদান: (ঙ) কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; (5) পরিষদের অর্থ নিয়ােগ হইতে মুনাফা (ছ) পরিষদ কর্তৃক প্রাপ্ত অন্য যে কোন অর্থ; o (জ) সরকারের নির্দেশে পরিষদের উপর ন্যস্ত অন্যান্য আয়ের উৎস হইতে প্রাপ্ত অর্থ। ༄།། ડીઝ পরিষদের তহবিলে জমাকৃত অর্থ কোন সরকারী ট্রেজারীতে বা পরিষদের তহবিল রী ট্রেজারীর কার্য পরিচালনাকার কোন ব্যাংকে *** রাখা হইবে। " e$ • “স্থানীয় সরকার” শব্দগুলি রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ১৭ ধারাবলে বিলুপ্ত।

  • “অথবা সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোন প্রকারে" শব্দগুলি রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ

(সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ১৮ ধারাবলে বিলুপ্ত।