পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ২৮৩ ৫১। পরিষদের কার্যাবলীর উপর নিয়ন্ত্রণ- রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ২৫ ধারাবলে বিলুপ্ত ] ৫২। [পরিষদের বিষয়াবলী সম্পর্কে তদন্ত- রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ধারাবলে বিলুপ্ত o ২৫ বিলুপ্ত ] so ৫৩। (১) যদি প্রয়োজনীয় তদন্তের পর সরকার এইরূপ অভিমত পোষণ পরিষদ বাতিলকরণ ১ (ক) উহার দায়িত্ব পালনে অসমর্থ অথবা ক্রমাগতভাবে উহার দায়িত্ব পালনে ৩০ ব্যর্থ হইয়াছে; ഴ്സ് (খ) উহার প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনে অসমর্থ; so (গ) সাধারণতঃ এমন কাজ করে যাহা জনস্বার্থ বিরোধী; <? () জন ভেজের ক্ষমতা সীমা নে বা কত পারে করিয়াছে বা করিতেছে; No -O. তাহা হইলে সরকার, সরকারী গেজেটে প্রকাশিত আদেশ দ্বারা পরিষদকে বাতিল করিতে পারিবে: S. তবে শর্ত থাকে যে, উক্ত আদেশ প্রদানের পূর্বে পরিষদকে উহার বিরুদ্ধে কারণ দশানোর সুযোগ দিতে হইবে। *

  • \ (২) উপ-ধারা (১) এর অধীন কোন আদেশ প্রকাশিত হইলে

- 又ツ (ক) পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যগণ তাহদের পদে বহাল (খ) বাতিল থাকাকালীন সময়ে পরিষদের যাবতীয় দায়িত্ব সরকার কর্তৃক তেখেতৰ নকল।

(৩) উক্ত বাতিলাদেশ সরকারী গেজেটে প্রকাশিত হওয়ার নব্বই দিনের মধ্যে এই আইন ও বিধি মোতাবেক পরিষদ পূণর্গঠিত হইবে। o - es * “আদেশ দ্বারা পরিষদকে” শব্দগুলি “আদেশ দ্বারা, পরিষদকে, উহার মেয়াদের অবশিষ্ট কার্যকালের অনধিক কোন নির্দিষ্ট সময়ের জন্য” শব্দগুলি ও কমাগুলির পরিবর্তে রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ২৬ ধারাবলে প্রতিস্থাপিত। “উক্ত বাতিলাদেশ সরকারী গেজেটে প্রকাশিত হওয়ার নব্বই দিনের মধ্যে” শব্দগুলি “বাতিল থাকার মেয়াদ শেষ হইলে” শব্দগুলির পরিবর্তে রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ২৬ ধারাবলে প্রতিস্থাপিত।