পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ vర్ఫిvరి ১৩। (১) চেয়ারম্যান বা কোন সদস্যের পদ শুন্য হইবে যদি (ক) তাহার নাম সরকারী গেজেটে প্রকাশিত হইবার তারিখ হইতে ত্রিশ দিনের মধ্যে তিনি ধারা ৭ এ নির্ধারিত শপথ গ্রহন বা ঘোষণা করিতে ব্যর্থ হন; তবে শর্ত থাকে যে, অনুরূপ মেয়াদ অতিবাহিত হওয়ার পূর্বে সরকার যথার্থ কারণে ইহা বর্ধিত করিতে পারিবে; (খ) তিনি ধারা ৫ বা ৬ এর অধীনে তাহার পদে থাকার অযোগ্য হইয়া যান; (গ) তিনি ধারা ১১ এর অধীনে তাহার পদ ত্যাগ করেন; (ঘ) তিনি ধারা ১২ এর অধীনে তাহার পদ হইতে অপসারিত হন; (ঙ) তিনি মৃত্যুবরণ করেন। o (২) চেয়ারম্যান বা কোন সদস্য তাহার নির্বাচনের পর ধারা ৫ বা ৬ এর অধীনে অযোগ্য হইয়া গিয়াছেন কি না সে সম্পর্কে কোন বিতর্ক দেখা দিলে নিকট প্রেরিত হইবে, এবং জেলা জজ যদি এই অভিমত ব্যক্ত করেন যে, উক্ত চেয়ারম্যান বা সদস্য অনুরূপ অযোগ্য হইয়া গিয়াছেন, তাহা হইলে তিনি স্বীয় পদে বহাল থাকিবেন না এবং জেলা জজের উক্ত অভিমত ব্যক্ত করার তারিখ হইতে চেয়ারম্যান বা সদসের পদটি শূন্য হইবে।” -്പ് (৩) চেয়ারম্যান বা কোন সদসের পদ ন হইলে তাঁহা সরকার গেজেট প্রকাশ করা হইবে। so Se o ১৪। চেয়ারম্যানের পদ কোন কারনে শুন্য হইলে বা অনুপস্থিতি বা - *- *Հ: অসুস্থাতাহেতু বা অন্য কোন কারনে চেয়ারম্যান তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে নূতন নিবাচিত চেয়ারম্যান তাহার পদে যোগদান না করা পর্যন্ত বা চেয়ারম্যান পুনরায়-স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত পরিষদের সুন্দকে তিনে উপজাতীয় দল চেয়ারম্যানরুপে কার্য করবেন। ১১৫ পরিষদের মেয়াদ শেষ হইবার একশত আশিদিন পূর্বে চেয়ারম্যান বা কোন সদস্যের পদ শূন্য হইলে, পদটি শূন্য হইবার ষাট দিনের মধ্যে ইহা পূরন ১ করিতে হইবে, এবং যিনি উক্ত পদে নিবাচিত, হইবেন তিনি পরিষদের অবশিষ্ট -് মেয়াদের জন্য উক্ত পদে বহাল থাকিবেন। চেয়ারম্যান ও সদস্য পদ শুন্য হওয়া আকস্মিক পদ শূন্যতা মধ্যে হইতে মনোনীত কোন ব্যক্তি” শব্দগুলির পরিবর্তে খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১০নং আইন) এর ১০ ধারাবলে প্রতিস্থাপিত।