পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ vLS අ ২১। চেয়ারম্যান ও সদস্য হিসাবে নির্বাচিত সকল ব্যক্তির নাম নিবাচনের চেয়ারম্যান ও সদস্যগনের নিবাচনের পর, যথাশীঘ্র সম্ভব, নিবাচন কমিশন সরকারী গেজেটে প্রকাশ করিবে। ফলাফল প্রকাশ ২২। প্রথম তফসিলে উল্লেখিত কার্যাবলী পরিষদের কার্যাবলি হইবে, এবং পরিষদের কার্যাবলী পরিষদ উহার তহবিলের সংগতি অনুযায়ী এই কার্যাবলী সম্পাদন করিবে। ് ২৩। এই আইন অথবা আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই ಕ್ಲಿ$ থাকুক না কেন, সরকার পরিষদের সম্মতিক্রমে- ಧ್ಧಿ པ་ཐང་མ་རྙེད་ (ক) পরিষদ কর্তৃক পরিচালিত কোন প্রতিষ্ঠান বা কর্ম সরকারের ് ব্যবস্থাপনায় ও নিয়ন্ত্রনে; এবং <o o (খ) সরকার কর্তৃক পরিচালিত কোন প্রতিষ্ঠান বা কর্ম পরিষদের ২ ব্যবস্থাপনায় ও নিয়ন্ত্রনে হস্তান্তর করার নির্দেশ দিতে পারিবে। so o ২৪। (১) এই আইনের অধীন যাবতীয় কার্যাবলী যথাযথভাবে সম্পাদনের নিবাহী ক্ষমতা জন্য প্রয়োজনীয় সবকিছু করিবার ক্ষমতা পরিষদের থাকিবে। &o No (২) এই আইন বা বিধিতে ভিন্নরূপ বিধান না থাকিলে, পরিষদের নির্বাহী ক্ষমতা চেয়ারম্যানের উপর ন্যস্ত হইবে এবং এই আইন ও প্রবিধান অনুযায়ী চেয়ারম্যান কর্তৃক প্রত্যক্ষভাবে অথবা তাহার হইতে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন ব্যক্তির মাধ্যমে প্রযুক্ত হইবে। ç? (৩) পরিষদের নির্বাহী বা অন্য কোন কার্য পরিষদের নামে গৃহীত হইয়াছে হইতে হইবে। o • * ২৫। (১) পরিষদের কার্যাবলী প্রবিধান দ্বারা নির্ধারিত সীমার মধ্যে ও কার্যাবলী নিম্পন্ন পদ্ধতিতে উহার বা উহার কমিটিসমূহের সভায় অথবা উহার চেয়ারম্যান, সদস্য, কর্ড বা কিস্মিক হল। No Wيناي ( রষদের সকল সভায় চেয়ারম্যান, এবং তাঁহার অনুপস্থিতিতে সভায় উপস্থিত সদস্যগন কর্তৃক উপজাতীয় সদস্যগনের মধ্য হইতে নির্বাচিত অন্য কোন সদস্য, সভাপতিত্ব করিবেন। N-2) N so (৩) পরিষদের কোন সদস্যপদ শুন্য রহিয়াছে বা উহার গঠনে কোন ক্রটি CŞ রহিয়াছে কেবল এই কারণে কিংবা পরিষদের বৈঠকে উপস্থিত হইবার বা ভোট দানের বা অন্য কোন উপায়ে উহার কার্যধারায় অংশ গ্রহণের অধিকার না থাকা সত্ত্বেও কোন ব্যক্তি অনুরূপ কার্য করিয়াছেন কেবল এই কারণে পরিষদের কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না।