পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ৩২৯ ৬২। (১) আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না জেলা পুলিশ কেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের শ* * *] সাব-ইন্সপেক্টর ও হইবেন এবং পরিষদ তাহাদের বদলী ও প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে শতবে শর্ত থাকে যে, উক্ত নিয়োগের ক্ষেত্রে খাগড়াছড়ি পার্বত্য জেলার ് উপজাতীয় বাসিন্দাদের অগ্রাধিকার বজায় থাকিবে। ] SS (২) পরিষদ কর্তৃক নিযুক্ত জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যের ് চাকুরীর শর্তাবলী, তাঁহাদের প্রশিক্ষণ, সাজসজ্জা, দায়িত্ব ও কর্তব্য এবং 3 তাহাদের পরিচালনা অন্যান্য জেলা পুলিশের অনুরুপ হইবে এবং এতদসংক্রান্ত ২০ বিষয়ে জেলা পুলিশের ক্ষেত্রে প্রযোজ্য সকল আইন উপ-ধারা (১) এর বিধান সাপেক্ষে, তাহাদের ক্ষেত্রেও প্রযোজ্য হইবে। ഴ്സ് o (৩) খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের সকল স্তরের কর্মকর্তা ও সদস্যগণ তাহাদের দায়িত্ব ও কর্তব্য পালনের ব্যাপারে, পএতদসংশ্লিষ্ট অন্যান্য আইনের নিজা প্রয়ােজনী জিনাল লিখিনি।

  • \, ৬৩। খাগড়াছড়ি পার্বত্য জেলায় কোন অপরাধ সংঘটিত হইলে ইহার তথ্য পুলিশের দায়িত্ব পরিষদের চেয়ারম্যানকে অবহিত করা এবং পরিষদের চেয়ারম্যান এবং ইহার

কর্মকর্তাগণকে আইনানুগ কর্তৃত্ব প্রয়োগে সহায়তা দান করা সকল পুলিশ কর্মকর্তার দায়িত্ব হইবে। so "৬৪। (১) আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না তুমিসক্রোন্তবিশেষ কেন- o বিধান (ক) খাগড়াছড়ি পার্বত্য জেলার এলাকাধীন বন্দোবস্তযোগ্য খাস জমিসহ যে বন্দোবস্ত, ক্রয়, বিক্রয় বা অন্যবিধভাবে হস্তান্তর করা যাইবে না: o S "সহকারী” শব্দটি খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১০নং o আইন) এর ২৮ ধারাবলে বিলুপ্ত। শতাংশটি খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১০নং আইন) e$ এর ২৮ ধারাবলে প্রতিস্থাপিত। “এতদসংশি0ষ্ট অন্যান্য আইনের বিধান অনুযায়ী, প্রয়োজনীয় অভিযোজনসহ,” শব্দগুলি ও কমাগুলি “আপাততঃ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১০ নং আইন) এর ২৮ ধারাবলে প্রতিস্থাপিত। “ ধারা ৬৪ খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১০ নং আইন) এর ২৯ ধারাবলে প্রতিস্থাপিত।