পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ \రిvరిvరి (ট) পরিষদ কর্তৃক নিয়োগ করা যাইবে এমন সকল পদে কর্মকর্তা ও কর্মচারীর নিয়োগ ও তাহদের শৃংখলা, (ঠ) কর, রেইট, টোল এবং ফিস, ধার্য ও আদায় সম্পর্কিত যাবতীয় বিষয়, (ড) পরিষদের সম্পত্তিতে অবৈধ পদার্পণ নিয়ন্ত্রন, 。 (ঢ) গবাদি পশু ও অন্যান্য প্রাণীর বিক্রয় রেজিষ্ট্রীকরণ, (ণ) এতিমখানা, বিধবা সদন এবং দরিদ্রদের ত্রাণ সম্পর্কিত অন্যান CŞ প্রতিষ্ঠানের রেজিষ্ট্রীকরণ ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ, ് (ত) জনসাধারণের ব্যবহার্য সম্পত্তির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ, N - (থ) টীকাদান কর্মসূচী বাস্তবায়ন, o (দ) সংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, o so (ধ) খাদ্য দ্রব্যে ভেজাল প্রতিরোধ, o (ন) সমাজের বা ব্যক্তির জন্য ক্ষতিকর বা বিরক্তিকর কার্যকলাপ প্রতিরোধ, (প) বিপজ্জনক ও ক্ষতিকর ব্যবসায়-বাণিজ্য দয়ঙ্ক,০ (ফ) লালবারেবা" নিয়ন্ত্রণ, (ব) গবাদি পশুর খোয়াড়ের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ, (ভ) ট্রাফিক নিয়ন্ত্রণ, > o (ম) মেলা, প্রদর্শনী, প্রতিযোগীতামূলক খেলাধূলা ও জনসমাবেশ অনুষ্ঠান ও নিয়ন্ত্রন, Jò

  • (য) বাধ্যতামূলক শিক্ষাদান কর্মসূচী বাস্তবায়ন,

o (র) ভিক্ষাবৃত্তি, কিশোর অপরাধ, পতিতাবৃত্তি ও অন্যান্য অসামাজিক

  • কার্যকলাপ প্রতিরোধ,

( (ન) কোন কোন ক্ষেত্রে লাইসেন্স প্রয়োজন হইবে এবং কি কি শর্তে উহা ২. প্রদান করা হইবে তাহা নির্ধারণ, o so (শ) এই আইনের অধীন প্রবিধান দ্বারা নিয়ন্ত্রন করিতে হইবে বা করা e$ যাইবে এইরূপ যে কোন বিষয়। (৩) পরিষদের বিবেচনায় সে প্রকারে প্রকাশ করিলে কোন প্রবিধান সম্পর্কে জনসাধারণ ভালভাবে অবহিত হইতে পারিবে সেই প্রকারে প্রত্যেক প্রবিধান প্রকাশ করিতে হইবে।