পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\రి 8br খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ৪২। এই আইনের অধীন প্রয়োজনীয় অনুমতি ব্যতিরেকে স্বীকৃত গোরস্থান বা শাশান ছাড়া অন্য কোথাও লাশ দাফন করা বা শবদাহ করা। ৪৩। হিংস্র কুকুর বা অন্য কোন ভয়ংকর প্রাণীকে নিয়ন্ত্রণ বিহীনভাবে ছাড়িয়া দেওয়া বা লেলাইয়া দেওয়া। o ৪৪। এই আইনের অধীন বিপজ্জনক বলিয়া ঘোষিত কোন দালানকে ভাংগিয় Q, ফেলিতে বা উহাকে মজবুত করিতে ব্যর্থতা। & ৪৫। এই আইনের অধীন মনুষ্য-বসবাসের অনুপযোগী বলিয়া ঘোষিত দালানকোঠা বসবাসের জন্য ব্যবহার করা বা কাহাকেও উহাতে বসবাস করিতে দেওয়া। & SN ৪৬। এই আইনের বিধান মোতাবেক কোন দালান চুনকাম বা মেরামত করিবার প্রয়োজন হইলে তাহা করিতে ব্যর্থতা। " ৪৭। এই আইন বা কোন বিধি বা তদধীন প্রদত্ত কোন আদেশ, নির্দেশ বা ঘোষণা বা জারীকৃত কোন দিলে। O ৪৮। এই তফসিলে উল্লিখিত অপরাধসমূহ সংঘটনের চেষ্ট বা সহায়তা করা। N - ് s—