পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q

  • -

○bや বান্দরবন পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ২৯। পৌরসভা ও ইউনিয়ন পরিষদ ব্যতীত ইম্পপ্রভমেন্ট ট্রাষ্ট ও অন্যান্য স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠান। ৩০। স্থানীয় শিল্প বাণিজ্যের লাইসেন্স প্রদান । ৩১। জন্ম-মৃত্যু ও অন্যান্য পরিসংখ্যান সংরক্ষণ। ৩২। মহাজনী কারবার। o ৩৩। জুম চাষ।] èst দ্বিতীয় তফসিল * পরিষদ কর্তৃক আরোপনীয় কর, রেইট, টােল, ফিস এবং সরকারের অন্যান্য সূত্র হইতে প্রাপ্ত আয় ്യ് [ধারা ৪৪ দ্রষ্টব্য so S | স্থাবর সম্পত্তির হস্তান্তরের উপর ধার্য করের অংশ। ২১ ২। বিজ্ঞাপনের উপর কর। അ ৩। পরিষদের রক্ষণাবেক্ষণাধীন রাস্তা, পুল ও ফেরীর উপর টােল। ৪। পরিষদ কর্তৃক জনকল্যাণমূলক কাজ সম্পাদনের জন্য রেইট। ৫। পরিষদ কর্তৃক স্থাপিত বা পরিচালিত স্কুলের ফিস। ৬। পরিষদ কর্তৃক কৃত জনকল্যাণমূলক কাজ হইতে প্রাপ্ত উপকার গ্রহণের জন্য ফিস। ര് o ৭। পরিষদ কর্তৃক প্রদত্ত কোন বিশেষ সেবার জন্য ফিস। শ৮। অ্যান্ত্রিক যানবাহনের রেজিষ্ট্রেশন ফিস ఫ్ | পণ্য ক্রয়-বিক্রয়ের উপর কর; Σο ভূমি ও দালান-কোঠার উপর হােল্ডিং কর

  • I গৃহপালিত পশু বিক্রয়ের উপর কর; ;সামাজিক বিচারের ফিস اهده

S ১৩। সরকারী ও বেসরকারী শিল্প প্রতিষ্ঠানের উপর হােল্ডিং কর; Q ১৪। বনজ সম্পদের উপর রয়্যালটির অংশ বিশেষ: § ১৫। সিনেমা, যাত্রা, সার্কাস ইত্যাদির উপর সম্পূরক কর; o & “টোল, ফিস এবং সরকারের অন্যান্য সূত্র হইতে প্রাপ্ত আয়” শব্দগুলি ও কমা “টোল এবং ফিস” শব্দগুলির পরিবর্তে বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং আইন) এর ৩৬ ধারাবলে প্রতিস্থাপিত। ক্রমিক নং ৮-২০ এবং উহাতে উলিখিত এন্ট্রিসমূহ পূর্ববর্তী ক্রমিক নং ৮ এবং এন্ট্রির পরিবর্তে বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং আইন) এর ৩৬ ধারাবলে সংযোজিত।