পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○br শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ (৩) বাছাই বোর্ড প্রত্যেক তিন বৎসর অন্তর পুনর্গঠিত হইবে। (৪) সিণ্ডিকেট যদি কোন বাছাই বোর্ডের সুপারিশের সহিত একমত হইতে না পারেন, তাহা হইলে বিষয়টি চ্যান্সেলরের নিকট প্রেরণ করা হইবে এবং এই ব্যাপারে তাহার সিদ্ধান্তই চূড়ান্ত হইবে। NONহল ৭। (১) হলের প্রভেট ভাইস-চ্যান্সেলর কর্তৃক নির্ধারিত শর্তে তৎকর্তৃক - তিন বৎসরের জন্য নিযুক্ত হইবেন। o (২)সিজিক বিশ্ববিদ্যালয়ের হলসমূহের নামকরণ করবে। তথ্য হোষ্টেল ৮ মে মাতি ও মালঞ্চলে গঙ্গে ভল্লাক শিক্ষকগণের মধ্য হইতে ভাইস-চ্যান্সেলরের অনুমোদন সাপেক্ষে নিয়োগ করা হইবে। <? সম্মানসুচক ডিগ্রী s। बिन अविस्तष्क िी अिन्त अिन िनिष्ट्स फ्रान्त िति অনুমোদনের জন্য পেশ করিবে। §o রেজিষ্টারভুক্ত ১০। (১) গ্র্যাজুয়েট হওয়ার কমপক্ষে পাঁচ বৎসর অতিক্রান্ত হইলে গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়ের কোন গ্র্যাজুয়েট মাত্র একশত টাকা ফিস প্রদান করিয়া রেজিষ্টারভুক্ত গ্র্যাজুয়েটদের রেজিষ্টারে তাহার নাম অন্তভুক্ত করার অধিকারী হইবেন। * •\ (২) (১) প্যারা অনুযায়ী দরখাস্তকারী ব্যক্তিকে রেজিষ্টারী ফিস প্রদানের তারিখ হইতে রেজিষ্টারভুক্ত গ্র্যাজুয়েট হিসাবে তালিকাভুক্ত করা হইবে এবং (৫) প্যারা বিধান অনুযায়ী রেজিষ্টারভুক্ত গ্র্যাজুয়েটদের রেজিটার হইতে তাহার নাম বাদ না দেওয়া পর্যন্ত তিনি অব্যাহতভাবে এইরূপ তালিকাভুক্ত থাকিবেন। S\ <o (৩) রেজিষ্টারভুক্ত গ্র্যাজুয়েট হিসাবে তালিকাভুক্ত কোন ব্যক্তি মাত্র একশত ২১ টাকা বার্ষিক ফিস প্রদান করিয়া আমরণ রেজিষ্টারভুক্ত গ্র্যাজুয়েটদের সুযোগ o রেজিষ্টারীকরণের প্রথম বৎসর হইতে ক্রমাগতভাবে পনর বৎসরের বার্ষিক ফিস -so প্রদান করিয়া থাকিলে তিনি আমরণ বা ইস্তফা প্রদান না করা পর্যন্ত আর কোন ফিস প্রদান না করিয়াই রেজিষ্টারভুক্ত গ্র্যাজুয়েট হিসাবে তালিকাভুক্ত থাকিবার অধিকারী হইবেন :