পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৪০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমী আইন, ১৯৮৯ ԾՏԳ (৩) নূ্যনতম নয় জন সদস্য-সমন্বয়ে পরিষদের সভার কোরাম গঠিত হইবে। (৪) পরিষদের প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং ভোটের o ক্ষমতা থাকিবে । Q, o ১৩। (১) মহাপরিচালককে তাহার কার্য সম্পাদন ও দায়িত্ব পালনে ఇఊళ్యో সহায়তা করার জন্য একাডেমীর একটি কার্যনির্বাহী কমিটি থাকিবে। CŞ (২) এই কমিটি পরিষদ কর্তৃক নির্বাচিত অনধিক সাতজন সদস্য-সমন্বয়ে *o* N গঠিত হইবে। & (৩) মহাপরিচালক কমিটির সভাপতি হইবেন এবং সচিব উহার শস্য so এর দায়িত্ব পালন করিবেন। o (৪) কমিটি প্রতি মাসে কমপক্ষে একবার সভায় মিলিত হইবে, তবে কমিটির সভাপতি প্রয়োজনবোধে যে কোন সময় কমিটির সভা আহবান করিতে পারিবেন। o ^ ১৪। একাডেমীর স্বার্থে প্রয়োজন হইলে, পরিষদ একাডেমীর কোন সম্পত্তি, একাডেমীর সম্পত্তি সরকারের পূর্বানুমতিক্রমে, বিক্রয় বা অন্য যে কোন উপায়ে হস্তান্তর করিতে বিজয় ইত্যাদি পারিবে । o

১৫। (১) একাডেমীর একটি তহবিল থাকিবে এবং উহাতে সরকারের একাডেমীর তহবিল অনুদান, স্থানীয় কর্তৃপক্ষ বা অন্য কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান এবং একাডেমী কর্তৃক প্রাপ্ত অনা যেকোন অর্থ জমা হইবে। (২) এই তহবিল একাডেমীর নামে পরিষদ কর্তৃক অনুমোদিত কোন ব্যাংকে রাখা হইবে। o . സ് (৩) এই তহবিল হইতে একাডেমীর প্রয়ােজনীয় ব্যয় নির্বাহ করা হইবে। ১৬। একাডেমী প্রতি বৎসর সরকার কর্তৃক নির্দিষ্ট সময়ের মধ্যে পরবতী বার্ষিক বাজেট বিবরণী অর্থ-বৎসরের বার্ষিক বাজেট বিবরণী সরকারের নিকট পেশ করিবে এবং উহাতে উক্ত অর্থ-বৎসরে সরকারের নিকট হইতে একাডেমীর কি পরিমাণ অর্থের e$ প্রয়োজন উহার উল্লেখ থাকিবে।

  • “সদস্য” শব্দটি “সদস্য-সচিব” শব্দগুলির পরিবর্তে বাংলাদেশ শিল্পকলা একাডেমী (সংশোধন) আইন, ১৯৯৪

(১৯৯৪ সনের ৪ নং আইন) এর ৩ ধারাবলে প্রতিস্থাপিত।