পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৪৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্থ আইন, ১৯৮৯ 8V)○ ১৯৮৮ সনের ৩৩ নং ১৫। অর্থ আইন, ১৯৮৮ (১৯৮৮ সনের ৩৩ নং আইন) এর ধারা ১১ আইন এর সংশোধন এর উপধারা (৫) এর পর নিম্নরূপ ব্যাখ্যা সন্নিবেশিত হইবে, যথা: “ব্যাখ্যা- এই ধারার উদ্দেশ্যে, “বীমা কোম্পানী” অর্থ Insurance Act, 1938 (IV of 1938) ® section 2(8) ® >içfè- QEF Insurance - Company এবং বীমা ব্যবসায়ে নিয়োজিত আপাততঃ বলবৎ অন্য কোন o আইন দ্বারা বা আইনের অধীনে স্থাপিত বা গঠিত কোন সংবিধিবদ্ধ সংস্থাও ত্ৰ বীমা কোম্পানীর অন্তর্ভুক্ত হইবে।” eS ১৯৮৮ সনের ৩৩ নং ১৬। অর্থ আইন, ১৯৮৮ (১৯৮৮ সনের ৩৩ নং আইন) এর ধারা ১২ আইনের সংশোধন এর তফসিলে ‘৪ সংখ্যা, তিন বার উল্লেখিত, এর পরিবর্তে ৬ সংখ্যা প্রতিস্থাপিত হইবে। & ১৭। [উন্নয়ন সারচার্জ আরোপ ও আদায়- অর্থ জাইন Sఫిన్సీు (Sఫిన్సీు সনের ২১ নং আইন) এর ৮ ধারা কর্তৃক বিলুপ্ত i` আয়কর ১৮। (১) উপ-ধারা (২), (৩), (৪), (৫) এবং (৬) এর বিধান সাপেক্ষে ১৯৮৯ সালের ১লা জুলাই হইতে আরদ্ধ কর বৎসরের জন্য কোন কর নির্ধারণের ক্ষেত্রে চতুর্থ তফসিলের প্রথম অংশে নির্দিষ্ট কর হার অনুযায়ী আয়কর ধার্য হইবে। ഠ് (২) ১৯৮৯ সালের ১লা জুলাই হইতে আরদ্ধ কর বৎসরের জন্য কোন কোম্পানীর কর নির্ধারণের ক্ষেত্রে যদি মোট আয়ের মধ্যে জীবন বীমা ব্যবসায় হইতে প্রাপ্ত কোন আয় অন্তর্ভুক্ত থাকে, তাহা হইলে প্রদেয় আয়কর জীবন বীমা বাবা হইতে প্রাপ্ত আয়ের ১২৫% এর সমপরিমাণে হ্রাস করা হইবে। (৩) ১৯৮৯ সালের ১লা জুলাই হইতে আরদ্ধ কর বৎসরের জন্য কোন তফসিলের প্রথম অংশের অনুচ্ছেদ ক অথবা খ (১)(ঈ)তে নির্দিষ্ট কর হার এর মধ্যে যে হারটি তাহার অনুকূলে যাইবে, সেই হার অনুযায়ী তিনি কর প্রদান ও করবেন। s শর্ত থাকে যে, এই উপ-ধারার উদ্দেশ্যে চতুর্থ তফসিলের প্রথম অংশের Q ক অনুচ্ছেদে নির্দিষ্ট হার অনুযায়ী আয়কর নির্ধারণের ক্ষেত্রে উক্ত অনুচ্ছেদের so শতাংশে উল্লেখিত কোন রেয়াত বা অংক বাদ দেওয়া যাইবে না। * (৪) (ক) ১৯৮৯ সালের ১লা জুলাই হইতে আরদ্ধ কর বৎসরে, কোন So কোম্পানী যাহা বাংলাদেশে কোম্পানী হিসাবে নিবন্ধিত নহে এইরূপ করদাতা ব্যতীত অন্য কোন করদাতার মোট আয়ের মধ্যে যদি রপ্তানী ব্যবসায় হইতে প্রাপ্ত কোন মুনাফা অন্তর্ভুক্ত থাকে, তাহা হইলে দফা (খ) ও (গ) এর বিধান হইবে: