পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৪৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88br অর্থ আইন, ১৯৮৯ (৪) উদ্যোক্তা এবং পরিচালকমণ্ডলীর সদস্যগণ বেনামিতে কোন শেয়ার ক্রয় করিতে পারিবেন না; (৫) কোম্পানীর পরিশোধিত মূলধনের মালিকানা শেয়ার মালিক প্রতি গড়ে অন্ততঃ ২০,০০০ টাকা হইতে হইবে; (৬) যেই আয় বৎসরের জন্য কর নির্ধারণ করা হইবে সেই বৎসরের মুনাফা Ø হইতে নূ্যনতম ১০% ডিভিডেও হিসাবে ঘোষণা করিয়া শেয়ার মালিকদের o মধ্যে বিতরণ করিতে হইবে; & (৭) যে আয় বৎসরের আয়কর নির্ধারণ করা হইবে সেই বৎসরের সমাপ্তির পূর্বে ് কোম্পানীটির শেয়ার ষ্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তি হইতে হইবে। Ro N

  • Utost o – & Woffo's aeLess Developed Areas” (R Leaiso Developed Areas” বলিতে ঐ সমস্ত স্থানসমূহ বুঝাইবে যাহা জাতীয় রাজস্ব বোর্ডের ২২শে সেপ্টেম্বর, ১৯৮৫ তারিখের SRO 411-L/85 এবং SRO 412-L/85 এ নির্দিষ্ট করা হইয়াছে। o

o كم كم كم গ। রেজিষ্টার্ড ফার্মের ক্ষেত্রে নিম্নবর্ণিত হারে আয়কর ধার্য করা হইবে _* o <2হার (১) মোট আয়ের প্রথম ৩৬,০০০ টাকার উপর ༢འམ་ཐེ་ শূন্য രു (২) মোট আয়ের পরবর্তী ৩৬,০০০ টাকার উপর .. ১০% so (৩) মোট আয়ের পরবর্তী 80* উপর . ১৫% (8) মােট আয়ের পরবর্তী ৭৪,০০০ টাকার উপর .. ২০% (6) মোট আয়ের অবশিষ্ট অংকের টাকার উপর .. ২৫% : o শর্ত থাকে যে কোন রেজিষ্টার্ড ফার্মের আয়, মুনাফা ও লাভ (income, profits and gains) যদি পেশাভিত্তিক হয় এবং উক্ত ফার্মের আয়, মুনাফা ও লাভ সম্পূর্ণরূপে অথবা প্রধানতঃ অংশীদারদের ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল হয় এবং ঐ সকল অংশীদারগণ আপাততঃ বলবৎ কোন আইন অথবা তাহারা যে পেশাজীবী সমিতি বা সংস্থার সদস্য তাহার রেওয়াজ, বিধি অথবা প্রবিধানের কারণে সীমাবদ্ধ দায়বিশিষ্ট কোন সংবিধিবদ্ধ সংস্থারূপে • Compangs Act, 1913 (VII of 1913) এর অধীন কোম্পানী হিসাবে ত নিবন্ধিত হইতে নাপারে, তাহা হইলে উক্ত রেজিষ্টার্ড ফর্মকর্তৃক কোন আয়কর প্রদেয় হইবে না, যদি না উক্ত পেশা সম্পূর্ণরূপে অথবা প্রধানতঃ অন্য কোন ব্যক্তিবর্গের পক্ষে চুক্তি সম্পাদন অথবা অন্য কোন ব্যক্তিবর্গকে চুক্তি সম্পাদনের লক্ষ্যে বাণিজ্য সম্পর্কিত পরামর্শ প্রদানের প্রকৃতির হয়।