পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী আইন, ১৯৯০ D> (৩) বগুড়া জেলার শেরপুর উপজেলাধীন গাড়ীদহ নামক স্থানে একাডেমীর প্রধান কার্যালয় থাকিবে। ৪। একাডেমীর পরিচালনা ও প্রশাসন একটি পরিচালনা বোর্ডের উপর ন্যস্ত সাধারণ পরিচালনা থাকিবে এবং একাডেমী যে সকল ক্ষমতা প্রয়োগ এবং কার্য সম্পাদন করিতে NQপারিবে বোর্ড সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে । ് ৫। (১) বোর্ড নিম্নরূপ সদস্য-সমন্বয়ে গঠিত হইবে, যথা:- বোর্ড * (ক) পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে ് নিয়োজিত মন্ত্রী; Co (খ) পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের প্রতি-মন্ত্রী, উপ- ് মন্ত্রী যদি থাকে; ༣ །་ (*) পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের সচিব বা উক্ত মল্লাল বাতিরেসারে দায়িত্ব পালনরত কেন কর্মকর্ড o (ঘ) কৃষি মন্ত্রণালয় বা বিভাগের সচিব বা তৎকর্তৃক মনোনীত অনুন যুগ সচিব এর পদমর্যাদা সম্পন্ন একজন কর্মকর্তা ২ o (ঙ) অর্থ বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের সচিব বা তৎকর্তৃক মনোনীত অনুন যুগ-সচিব এর পদমর্যাদা সম্পন্ন একজন কর্মকর্তা (চ) স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের সচিব বা তৎকর্তৃক মনােনীত অনুন যুগ্মসচিবের পদমৰ্যদ সম্পন্ন একজন কর্মকর্তা; (ছ) সংস্থাপন বিষয়ক মালয়ৰ ভিারেসলি বা তৎকর্তৃক মনােনীত অনূ্যন যুগ-সচিব এর পদমর্যাদা সম্পন্ন একজন কর্মকর্তা; (জ) পরিকল্পনাকুলপীপ্রতিষ্ঠনজং এর দায়িত্বে নিয়োজিত সদস্য; (ঝ) রেক্টর, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ( মহাপরিচালক বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড; கு মহা-পরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী, কুমিল্লা; - § (ঠ) কমিশনার, রাজশাহী বিভাগ; S (ড) নিবন্ধক, সমবায় সমিতিসমূহ; o: ് (ঢ) পরিচালক, ইনষ্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়; (ণ) উপাচার্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ বা তৎকর্তৃক মনোনীত উক্ত বিশ্ববিদ্যালয়ের কোন অনুষদের অধ্যাপক এর পদমর্যাদা সম্পন্ন একজন সভাপতি;