পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S\లిచి অর্থ আইন, ১৯৯০ (৪) (ক) ১৯৯০ সালের ১লা জুলাই তারিখে আরদ্ধ কর বৎসরে, কোন কোম্পানী যাহা বাংলাদেশে কোম্পানী হিসাবে নিবন্ধিত নহে এইরূপ করদাতা ব্যতীত অন্য কোন করদাতার মোট আয়ের মধ্যে যদি রপ্তানী ব্যবসায় হইতে প্রাপ্ত কোন মুনাফা অন্তর্ভুক্ত থাকে, তাহা হইলে দফা (খ) ও (গ) এর বিধান সাপেক্ষে, উক্ত আয়ের উপর প্রদেয় আয়কর নিম্নবর্ণিত পন্থায় হাস করা হইবে: পরিমাণ। ് (অ) যে ক্ষেত্রে রপ্তানীকৃত দ্রব্যসমূহ সেই ক্ষেত্রে রপ্তানী বিক্রয়ের উপর © রপ্তানীকারক করদাতা কর্তৃক আরোপণযোগ্য আয়করের ৩০%। ് উৎপাদিত না হয়: Co N (১) যে ক্ষেত্রে সংশ্লিষ্ট বৎসরের রপ্তানী সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট বৎসরের রপ্তানী ও বিক্রয় পূর্ববর্তী বৎসরের রপ্তানী বিক্রয় পূববর্তী বৎসরের রপ্তানীবিক্রয়ের অধিক; এবং বিক্রয়ের তুলনায় প্রতি শতকরা ১০ ভাগ বৃদ্ধির জন্য অতিরিক্ত ১% আয়কর হাস করা হইবে। তবে এই ৪০% এর অধিক হইবে না। (২) যে ক্ষেত্রে সংশ্লিষ্ট বৎসরের রপ্তানী সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট বৎসরের রপ্তানী বিক্রয় পূর্ববর্তী বৎসরের রপ্তানী বিক্রয় পূববর্তী বৎসরের রপ্তানী বিক্রয়ের অধিক না হয়; বিক্রয়ের তুলনায় প্রতি শতকরা ১০ S’s ভাগ আয়কর রেয়াত হাস করা &o হইবে। তবে কোন অবস্থাতেই o রেয়াত ২০% এর কম হইবে না। (আ) যে ক্ষেত্রে রপ্তানীকৃত দ্রব্যসমূহ রপ্তানীকারক করদাতা কর্তৃক (১) যে ক্ষত্রে রপ্তানী বিক্রয় মোট সেই ক্ষেত্রে কোন রেয়াত দেওয়া বিক্রয়ের ১০% এর বেশী না হয়; হইবে না। (২) যে ক্ষেত্রে রপ্তানী বিক্রয় মোট সেই ক্ষেত্রে রপ্তানী বিক্রয়ের উপর ২১ বিক্রয়ের ১০% এর অধিক হয় আরোপণযোগ্য আয়করের ৩০%। sò কিন্তু ২০% এর অধিক না হয়; CŞ (৩) যে ক্ষেত্রে রপ্তানী বিক্রয় মোট সেই ক্ষেত্রে রপ্তানী বিক্রয়ের উপর বিক্রয়ের ২০% এর অধিক হয় আরোপণযোগ্য আয়করের ৪০%। কিন্তু ৩০% এর অধিক না হয়;