পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>\○○ নদী গবেষণা ইনষ্টিটিউট আইন, ১৯৯০ (গ) নদী প্রশিক্ষণ, নদীর ভাংগন রোধ, বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ ও পানি নিষ্কাশনের জন্য নির্মাণ কাজে ব্যবহৃত উপকরণ পরীক্ষা এবং নির্মাণ কাজের মানের তদন্ত ও মূল্যায়ন করা: (ঘ) উপরিউল্লিখিত বিষয়সমূহে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং তৎসংশ্লিষ্ট কারিগরী বিষয়ে সাময়িকী ও প্রতিবেদন প্রকাশ করা: (8) జ్ఞ్గణాళా శాస్రో কোন প্রতিষ্ঠানকে পরামর্শ প্রদান করা: Q (চ) উহার কার্যাবলীর মত একই প্রকার কার্যে নিয়োজিত অন্য কোন দেশী বা শিসরসতিসহ তাক ৰথেক চিনাক্স (ছ) উপরিউক্ত কার্যবলী সম্পাদনের জন্য প্রয়ােজনীয় যে কোন পদক্ষেপ গ্রহণ করা। R میسر বোর্ডের সভা b l (>) এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, বাের্ড উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে । o - *(༤) ཨ་ཙམ་ཀ་ཨ་ྋཀཐཡཁ་གྱ་ཙམ་ཧྰ་ཨོཾ་བྷ་རྩལ། ༦.ཀ་ལ་ཀ་ལཱ་པཱཀྱི་ལྷ་ལྕམ་ཤ ། O wo (৩) বোর্ডের সকল সভায় চেয়ারম্যান সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে তৎকর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন সদস্য সভাপতিত্ব করিবেন। co o - (৪) বাের্ডের সভার কোয়ামের জন্য পাঁচজন সদস্যের উপস্থিতির প্রয়ােজন হইবে। so No, (৫) বোর্ডের প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী সদস্যের দ্বিতীয় বা নির্ণায়ক ভোট এাল মালি। so (৬) শুধুমাত্র কোন সদস্য পদে শূন্যতা বা বোর্ড গঠনে ত্রুটি থাকার কারণে বোর্ডের কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তৎসম্পর্কে কোন প্রশ্নও o উত্থাপন করা হইবে না। কটি ৯। বোর্ড উহার দায়িত্ব পালনে উহাকে সহায়তাদানের জন্য এক বা N. একাধিক কমিটি নিয়োগ করিতে পারিবে । ইনষ্টিটিউটের তহবিল ১০। (১) ইনষ্টিটিউটের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা : (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; NON്