পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ☾ খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০ সিনেটের সভা ২২। (১) বৎসরে অন্ততঃ একবার ভাইস-চ্যান্সেলর কর্তৃক স্থিরকৃত তারিখে সিনেটের বৈঠক অনুষ্ঠিত হইবে, যাহা উহার বার্ষিক সভা নামে অভিহিত হইবে। (২) ভাইস-চ্যান্সেলর যখনই উপযুক্ত মনে করিবেন তখনই সিনেটের বিশেষ সভা আহবান করিতে পারবেন এবং কমপক্ষে সিনেটের এক-তৃতীয়াংশ সদস্যের శా ২৩। এই আইনের বিধান সাপেক্ষে সিনেট- * (ক) সিন্ডিকেট কর্তৃক প্রস্তাবিত সংবিধি সংশোধন ও অনুমোদন করিবে: ്യ് (খ) সিন্ডিকেট কর্তৃক পেশকৃত বার্ষিক প্রতিবেদন, বার্ষিক হিসাব ও আনুমানিক আর্থিক হিসাবের উপর বিবেচনা ও శాఙ এবং (গ) এই আইন বা সংবিধি দ্বারা অর্পিত অন্যান্য ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিবে । ് সিন্ডিকেট ২৪। (১) নিম্নরূপ সদস্য সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথা: (ক) ভাইস-চ্যান্সেলর, so പ്പെ "(খ) প্রো-ভাইস-চ্যান্সেলর বা, একাধিক হইলে, সকল প্রো-ভাইস চ্যান্সেলর;] o (গ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে মনোনীত (ঘ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে মনোনীত হলের "একলগে so (ঙ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, so (চ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত দুইটি স্কুল বা ইনষ্টিটিউট হইতে o o দুইজন বিভাগীয় প্রধান, N (ছ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত দুইজন ব্যক্তি, যাহাঁদের মধ্যে একজন Q গবেষণা প্রতিষ্ঠানের এবং অন্যজন পেশাগত কোন প্রতিষ্ঠানের সহিত § সংশ্লিষ্ট হইবেন, S (জ) সরকার কর্তৃক মনোনীত অন্ততঃ যুগ-সচিবের পদমর্যাদাসম্পন্ন দুইজন sò সরকারী কর্মকর্তা, Q (ঝ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত দুইজন বিশিষ্ট শিক্ষাবিদ, যাহারা বিশ্ববিদ্যালয়ের বেতনভোগী কর্মকর্তা নহেন, দফা (খ) খুলনা বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ১১ নং আইন) এর ৩ ধারাবলে প্রতিস্থাপিত।