পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>W)○ খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০ "(খ) প্রো-ভাইস-চ্যান্সেলর বা, একাধিক হইলে, চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন প্রো-ভাইস-চ্যান্সেলর;] (গ) কোষাধ্যক্ষ, (ঘ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে মনোনীত NQদুইজন উীন, ് (ঙ) প্রধান প্রকৌশলী, & (চ) জিক্ট কর্তৃক মনােনীত দুইজন ব্যক্তি, যাদের মধ্যে একজন স্থপতি এবং অন্যজন পরিকল্পনাবিদ হইবেন, o Co. (ছ) সরকার কর্তৃক মনোনীত শিক্ষা মন্ত্রণালয়ের కళా కళ | (২) পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক কমিটির সচিব হইবেন। (৩) পরিকল্পনা ও উন্নয়ন কমিটির কোন মনোনীত সদস্য দুই বৎসরের মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেন : o eCN 2م তবে শর্ত থাকে যে, তাহার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন। (৪) পরিকল্পনা ও উন্নয়ন কমিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান পরিকল্পনা সংস্থা - হইবে এবং বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যের সহিত সামঞ্জস্য রাখিয়া উহার জন্য উন্নয়ন পরিকল্পনা তৈয়ার করিবে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মসূচীরও মূল্যায়ন করিবে । * বাছাই বোর্ড ৩৪। (১) য়র শিক্ষক ও কর্মকর্তা নিয়োগে সুপারিশ করার জন্য বাছাইবাে থাকবে।

  • (২) বাছাই বাের্ডের গঠন ও কার্যাবলী সংবিধি দ্বারা নির্ধারিত হইবে।

eS) (৩) বাছাই বাের্ডের সুপরিশের সহিত সিভিকেট একমত না হইলে বিষয়টি ং চন্সেলরের নিকট প্রেরণ করতে হইবে এবং এই ব্যাপারে তাহার সিদ্ধান্ত চূড়ান্ত സ് হইবে। ി, বিশ্ববিদ্যালয়ের ৩৫। সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ হিসাবে ঘোষিত অন্যান্য ཨ་མཁས་བཙུང་དང་ কর্তৃপক্ষের গঠন, ক্ষমতা ও কার্যাবলী সংবিধি দ্বারা নির্ধারিত হইবে। o কাবােৰ ৩৬। (১) বিশ্ববিদ্যালয়ের একটি শৃংখলা বোর্ড থাকিবে। CŞ (২) শৃংখলা বোর্ডের গঠন, ক্ষমতা ও কার্যাবলী সংবিধি ও বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্বারা নির্ধারিত হইবে।

  • দফা (খ) খুলনা বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ১১ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত।