ՏԳՏ খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০
বোর্ড অব এ্যাডভান্সড় ৪। (১) বোর্ড অব এ্যাডভান্সড় ষ্টাডিজ নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত
ষ্টাডিজ হইবে, যথা :
(ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন;
(খ) প্রো-ভাইস-চ্যান্সেলর, যদি থাকেন; è (গ) স্কুলসমূহের উন; o
(ঘ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত পাঁচ জন অধ্যাপক; § (ঙ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক পালাক্রমে নিযুক্ত পাঁচ জন ডিসিপ্লিন-প্রধান;
(চ) অন্যান্য বিশ্ববিদ্যালয় হইতে এ্যাডভান্সড় ইডিজ বাের্ড কর্তৃক
কো-অস্টকৃত দুই জন অধ্যাপক। Ko
(২) রেজিীর এ্যাডভান্সড ষ্টাডিজ বাের্ডের সচিব হইবেন।
(৩) এ্যাডভান্সড় ষ্টাডিজ বোর্ডের মনােনীতওঁ কো-অস্টকৃত সদস্যগণ তাহাদের নিয়োগ এবং কো-অপশনের তারিখ হইতে দুই বৎসরের মেয়াদে সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন। No
(৪) এ্যাডভান্সড় ষ্টাডিজ ༩ག་ཙམ་ཚེས་
(ক) স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদান ও গবেষণার ব্যাপারে একাডেমীয় বিষয়াবলী সম্পর্কে ভাইস-চ্যান্সেলর, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলকে পরামর্শ দান করিবে:
o (খ) বিভিন্ন একাডেমীয় ও গবেষণা প্রকল্পের অনুমোদন এবং সকল মঞ্জুরী, ফেলোশীপ প্রদানের ব্যাপারে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট o সুপারিশ করিবে:
৯ (গ) বিভিন্ন ডিসিপ্লিনের তত্ত্বাবধানে পরিচালিত গবেষণার অগ্রগতি পর্যালোচনা করিবে এবং এম, ফিল, পি এইচ-ডি ও অন্যান্য গবেষণার
-
o ডিগ্রী প্রদানের ক্ষেত্রে সুপারিশ করিবে এবং দক্ষ শিক্ষক মন্ডলী ও SS প্রয়োজনীয় সরঞ্জাম ও যন্ত্রপাতির প্রাপ্যতা এবং উচ্চমানের শিক্ষাদান ༄་་་་་་་། ও গবেষণা পরিচালনা সম্বন্ধে নিঃসন্দেহ হইবে: o (ঘ) গবেষণা কোর্সে ভর্তির জন্য ছাত্রদের আবেদন পত্র বিবেচনা এবং o তাহাদের থিসিসের বিষয় নির্ধারণ করিবে:
Ns (ঙ) গবেষণা তদারকির জন্য শিক্ষকদের নাম সুপারিশ করিবে:
(চ) গবেষণা পরীক্ষার জন্য পরীক্ষকদের নামের প্যানেল সুপারিশ করিবে:
(ছ) গবেষণা প্রতিবেদন এবং বুলেটিন প্রকাশের ব্যবস্থা করিবে।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/১৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
