পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাড়ী ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ S$(' (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, ধারা ২১(২) এর অধীন অনুমতি লাভের জন্য পেশকৃত দরখাস্তের শুনানী এক মাসের মধ্যে সম্পন্ন করিতে হইবে। (৩) যদি কোন বিশেষ কারণে উপ-ধারা (১) ও (২) এ উল্লিখিত সময়ের মধ্যে কোন দরখাস্তের শুনানী সম্পন্ন করা সম্ভব না হয়, তাহা হইলে নিয়ন্ত্রক উহার কারণ লিপিবদ্ধ করিয়া উক্ত সময়ের পর যতশীঘ্র সম্ভব দরখাস্তের শুনানী সম্পন্ন করিবেন। (৪) প্রত্যেক দরখাস্তের শুনানী আরম্ভ হইলে উহা ক্রমাগতভাবে চালাইয়া যাইতে হইবে, তবে কোন বিশেষ কারণে উহা সম্ভব না হইলে, উহার কারণ লিপিবদ্ধ করিয়া নিয়ন্ত্রক শুনানী মূলতবী করিতে পরিবেন। (৫) নিয়ন্ত্রক তাহার নিম্পন্নাধীন প্রত্যেক মামলায় কোন পক্ষের অনুকলে বা প্রতিকূলে যুক্তিসংগত খরচ প্রদানের জন্য আদেশ দিতে পারবেন এবং উহা সরকারী পাওনা (public demand) হিসাবে আদায়যোগ্য হইবে। o - & I (S) दै आईन धावा अलंड कान अमञ असाळवश्रुर्वनिखक ऽङ এর নিকট রেজিষ্ট্রিকৃত ডাকযোগে নোটিশ প্রদান করবেন এবং উক্ত নোটিশের একটি অনুলিপি তাহার অফিসের কোন প্রকাশ্য স্থানে লটকাইয়া দিবেন। (২) নোটিশে উল্লেখিত বাড়ীতে স্বার্থ আছে এই রকম কোন ব্যক্তির নিকট হইতে নোটিশে ও নির্দিষ্ট সময়ের মধ্যে উক্ত ক্ষমতা প্রয়োগ সম্পর্কে কোন দরখাস্ত পাওয়া গেলে নিয়ন্ত্রক উহা যথাযথভাবে বিবেচনা করিয়া দেখিবেন। ७ । (S) এই আইনের অধীন কোন তদন্তের উদ্দেশ্যে নিয়ন্ত্রক N(ক) সূর্যদয় হইতে সূর্যস্তের মধ্যে যে কোন সময় কেন বাড়তে প্রবেশ করিতে এবং উহা পরিদর্শন করিতে পারিবেন; -\ (খ) তাহার অধীনস্থ কোন কর্মকর্তাকে উক্ত সময়ের মধ্যে কোন বাড়ীতে ং প্রবেশ করতে এবং উহা পরিদর্শন করতে ক্ষমতা দিতে পারবেন। so লিখিত আদেশ দ্বারা কোন ব্যক্তিকে উক্ত তদন্তের সহিত সংশ্লিষ্ট কোন No খরচের হিসাব, খাজনার দাখিলা বই বা অন্য কোন দলিল আদেশে ॐ डॅब्लॉईडज़ेशोंड श्रुन डीझेल्ने अहनत उनीभत्रवर्तनं sò দিতে পারিবেন : G তবে শর্ত থাকে যে, কমপক্ষে ৪৮ ঘণ্টা পূর্বে লিখিত নোটিশের মাধ্যমে কোন বাড়ীতে প্রবেশের ইচ্ছা প্রকাশ না করিয়া কোন ব্যক্তি উক্ত বাড়ীর দখলদারের বিনা অনুমতিতে উহাতে প্রবেশ করিতে পরিবেন না। বাড়ী-মালিক ও ভাড়াটিয়ার প্রতি নোটিশ বাড়ীতে প্রবেশ পরিদর্শনের ক্ষমতা