পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১১ জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১ ১৯৯১ সনের ৯ নং আইন [8 মে, ১৯৯১] - o জাতীয় মহিলা সংস্থা প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন। o - যেহেতু মহিলাদের সার্বিক কল্যাণকল্পে জাতীয় মহিলা সংস্থা নামে একটি SS সংস্থা প্রতিষ্ঠা করা সমীচীন ও প্রয়োজনীয়: ് এবং যেহেতু সংসদ অধিবেশনে নাই এবং রাষ্ট্রপতির নিকট ইহা <o পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; ve & সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ আইন প্রণয়ন ও জারী করিলেন :- o ১। এই আইন জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১ ཤཱ་ཝཱ་ལཱ་པའི་ཝ་བྷམ་ཤ་ সংক্ষিপ্ত শিরোনামা ost> ২।দিবাঞ্চলে পিনেদিনালি এই আইনে- সংজ্ঞা (ক) "সংস্থা” অর্থ এই আইনের অধীন প্রতিষ্ঠিত জাতীয় মহিলা সংস্থা; o (খ) “পরিষদ” অর্থ ধারা ৮ এর অধীন গঠিত পরিচালনা পরিষদঃ - * * (গ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি ~ * (ঘ) "লোকটি অর্থ সংস্থার জেলা কমিটি; (8) ‘so কমিটি” অর্থ সংস্থার উপজেলা কমিটি। ৩। (১) এই আইন বলবৎ হইবার পর সরকার, যতশীঘ্র সম্ভব, এই ཧྥུ་ཧྥུ་ལ་ཐོ་ཀ་ཨར་ཝ་ সংস্থা নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করবে। o ২ (২) সংস্থা একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং উহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই অধ্যাদেশ ও বিধি সাপেক্ষে ং উহার হার ও অস্থাবর উভয় প্রকার সুস্পত্তি অর্জন করার, অধিকারে রাখার ও G° হস্তান্তর করার ক্ষমতা থাকিবে এবং উহার নামে উহা মামলা দায়ের করিতে পারিবে বা উহার বিরুদ্ধে মামলা দায়ের করা যাইবে। ৪। সংস্থার প্রধান কার্যালয় ঢাকায় থাকিবে। প্রধান কার্যালয়