পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১৪ জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১ (চ) সংস্থার নির্বাহী পরিচালক, যিনি উহার সচিবও হইবেন। (২) উপ-ধারা (১)(ঘ) এ উল্লিখিত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে দুই বৎসরের মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন : তবে শর্ত থাকে যে, সরকার উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে যে কোন সময় 。 কোন কারণ না দর্শাইয়া তাহাদিকে তাহদের পদ হইতে অপসারণ করতে ১৫ পরিবে এবং তাহারাও সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্ৰযোগে যে কোন সময়স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন। o () হীি টি দল উহ্য কী সকল স্পট জু থাকবে এবপদকর্তৃক অর্পিত সকল ক্ষমতাপ্রয়ােগও তৃিপালনকরবে। জেলা কমিটি ১০। (১) প্রত্যেক জেলায় সংস্থার একটি জেলা কমিটি থাকবে এবং উহা o (ক) * (খ) জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা - \, (গ) উপজেলা কমিটিসমূহের চেয়ারম্যানগণ, পদাধিকার বলে; o (ঘ) জেলায় কর্মরত শিক্ষিকাগণের মধ্য হইতে মনোনীত একজন সদস্য: o (ঙ) জেলায় সমাজ সেবায় রত মহিলাগণের মধ্য হইতে মনোনীত একজন সদস্য;

  • (চ) জেলায় মহিলা কল্যাণে নিয়ােজিত সরকার কর্তৃক স্বীকৃত বেসরকারী s সংগঠনের সদস্যগণের মধ্য হইতে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে O নির্বাচিত দুইজন সদস্য;
  • S* o (ছ) জেলার বিশিষ্ট মহিলাগণের মধ্য হইতে মনোনীত তিনজন সদস্য।

QN N (২) জেলা কমিটির সদস্যগণের মধ্য হইতে সরকার কর্তৃক মনোনীত Q একজন সদস্য উহার চেয়ারম্যান হইবেন এবং তিনি তাহার মনোনয়নের তারিখ so হইতে, কমিটির সদস্য থাকা সাপেক্ষে, দুই বৎসর মেয়াদে স্বীয় পদে বহাল &S থাকিবেন : -so তবে শর্ত থাকে যে, সরকার উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে যে কোন সময় কোন কারণ না দর্শাইয়া তাহাকে তাহার পদ হইতে অপসারণ করিতে পারিবে এবং তিনিও সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্ৰযোগে যে কোন সময় স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন। - - N