২৩৪ ব্যাংক-কোম্পানী আই F, S$$$
দ্বিতীয় খণ্ড
ব্যাংক-কোম্পানীর কার্যাবলী
কুসুম্পদ ৭। (১) ব্যাংক-ব্যবসা ছাড়াও, কোন ব্যাংক-কোম্পানী নিম্নবর্ণিত সকল NQ
বা যে কোন ব্যবসায় নিয়োজিত হইতে পারিবে, যথা :- ്
(ক) ঋণ গ্রহণ, অর্থ সংগ্রহ বা গ্রহণ; No
(१) জামানত লইয়া বা জামানত ব্যতিরেকে অগ্রিম অর্থব কর্জ প্রদান ।
(গ) বিনিময় বিল, হুণ্ডি, প্রতিশ্রুতিপত্র, কুপন, ড্রাফট, বহনপুর, রেলওয়ে রশিদ, ওয়ারেন্ট, ঋণপত্র, সার্টিফিকেট, মেয়াদী অংশগ্রহণ-পত্র, মেয়াদী অর্থ সংস্থান-পত্র, মুশরিকা সার্টিফিকেট, সমুদরাবা সাটিফিকেট এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত অনুরূপ অন্যান্য দলিল, এবং হস্তান্তর বা বিনিময়যোগ্য হউক বা না হউক এমন অন্যান্য দলিল ও সম্পত্তি নিদর্শন-পত্র, ক্ষেত্রমত, সম্পাদন, লিখন, দাবী প্রস্তুতকরণ, বাট্টাকরণ, ক্রয়, বিক্রয়, সংগ্রহ এবং লেনদেন;
o گیر گیر (ঘ) লেটার অব ক্রেডিট, ট্রাভেলার্স চেক, ক্রেডিট কার্ড এবং সাকুলার নোট
অনুমোদন ও ইস্যু করা -
-Co. (ঙ) স্বর্ণ, রৌপ্য ও অন্ন ধাতব মুদ্র ক্রয় বিক্রয় এবং লেনদেন; (চ) বিদেশী ব্যাংক নোটসহ বৈদেশিক মুদ্রা ক্রয় এবং বিক্রয়;
o
(ছ) ষ্টক, তহবিল, শেয়ার, ডিবেঞ্চার-ষ্টক, বন্ড, দায় সম্পত্তি নিদর্শন-পত্র, মেয়াদী অংশগ্রহণ-পত্র, মেয়াদী অর্থ সংস্থান-পত্র, মুশরিকা ੀਂ শমুদারাবা| সার্টিফিকেট এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক o অনুমোদিত অন্যান্য দলিল ও সর্বপ্রকার বিনিয়োগ গ্রহণ, ধারণ, কমিশন O ভিত্তিতে প্রেরণ, এবং উহাদের দায় গ্রহণ ও লেনদেন;
- o (জ) বন্ড, স্ক্রিপ বা অন্যান্য প্রকারের সম্পত্তি নিদর্শন-পত্র, মেয়াদী অংশগ্রহণ o পত্র, মেয়াদী অর্থ সংস্থান পত্র, মুদারাবা| সার্টিফিকেট, মুশরিকা সার্টিফিকেট এবং বাংলাদেশ ব্যাংকের অংগ সংগঠনের পক্ষে বা Q অন্যান্যদের পক্ষে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত অন্যান্য দলিল - NQ ক্রয় ও বিক্রয়; 으 Q"
c$ s “মুদারাবা” শব্দটি “মোদারেকা” শব্দটির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ২০০৩ (২০০৩ সনের ১১ নং
CŞ আইন) এর ৫ ধারাবলে প্রতিস্থাপিত।
- “মুদারাবা” শব্দটি “মোদারেকা” শব্দটির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৩ নং
আইন) এর ৩ ধারাবলে প্রতিস্থাপিত। “মুদারাবা” শব্দটি “মোদারেকা" শব্দটির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৩ নং আইন) এর ৩ ধারাবলে প্রতিস্থাপিত।