পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ ২৪৩ ১৪। (১) নূতন ব্যাংক বা বিশিষ্ট ব্যাংক ব্যতীত বাংলাদেশে নিবন্ধনকৃত অন্য কোন ব্যাংক-কোম্পানী নিম্নবর্ণিত শর্তাবলী পূরণ না করিলে, উহা বাংলাদেশে ব্যবসা আরম্ভ করিতে পারিবেনা : (ক) উহার প্রতিশ্রুত মূলধন অনুমোদিত মূলধনের অর্ধেকের কম হইবে না; (খ) উহার আদায়কৃত মূলধন প্রতিশ্রুত মূলধনের অর্ধেকের কম হইবে না; (গ) উহার মূলধন বর্ধিত করা হইলে (ক) ও (খ) দফার শর্তাবলী বাংলাদেশ ব্যাংক কর্তৃক এতদুদ্দেশ্যে নির্ধারিত সময়, যাহা দুই বৎসরের বেশী হইবেনা, এর মধ্যে পূরণ করিতে হইবে: (ঘ) উহার মূলধন শুধুমাত্র সাধারণ শেয়ার সমন্বয়ে গঠিত হইবে; (ঙ) দফা (চ) এর নি আলকে উত্তর যে কেন শেয়ার ভেদে ৩ ভোটাধিকার আদায়কৃত মূলধনে তাহার প্রদত্ত অংশের অনুপাতে

  • (চ) সরকার ব্যতীত অন্য কোন একক শেয়ার হোল্ডারের ভোটাধিকার সকল

শেয়ার হোল্ডারগণের সামগ্রিক ভোটাধিকারের শতকরা পাচ ভাগের বেশী হইবে না। No o -o(২) আপাততঃ বলবৎ অন্য কোন আইনে বা কোন চুক্তি বা অন্য কোন দলিলে যাহা কিছুই থাকুকনা কেন, কোন ব্যক্তি নুতন ব্যাংক বা বিশিষ্ট ব্যাংক ব্যতীত অন্য কোন ব্যাংক-কোম্পানীর শেয়ার হোল্ডার হিসাবে রেজিষ্ট্রিভুক্ত হইয়াছে এই দাবীতে কোন মামলা বা অন্য কোন প্রকার আইনগত কার্যধারা তবে শর্ত থাকে যে, নিম্নবর্ণিত ব্যক্তিগণ কর্তৃক দায়েরকৃত মামলা বা আইনগত কার্যধারার ক্ষেত্রে এই উপ-ধারার কোন কিছুই প্রযোজ্য হইবে না, যথা :– O (ক) শেয়ার হস্তান্তর সংক্রান্ত আইন অনুসারে কোন রেজিষ্ট্রিভূক্ত শেয়ার হেন্ডর হইতে কোন শেয়ারের হস্তান্তর গ্রহীতা; སཾ།།་་་་ (খ) কোন রেজিষ্ট্রিভুক্ত শেয়ার হোল্ডার কোন নাবালক বা বিকৃত মস্তিস্ক so সম্পন্ন ব্যক্তির পক্ষে উক্ত শেয়ার ধারণ করেন এই দাবীতে উক্ত নাবালক ১S বা বিকৃত মস্তিস্ক সম্পন্ন ব্যক্তির পক্ষে অন্য কোন ব্যক্তি। (৩) * * * কোন ব্যাংক-কোম্পানীর চেয়ারম্যান, ব্যবস্থাপনা e$ পরিচালক, পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা, যে নামেই অভিহিত হউক না - \\ S ১১ নং আইন) এর ১০ ধারাবলে বিলুপ্ত। আদায়কৃত মূলধন, প্রতিশ্রুত মূলধন, অনুমোদিত মূলধন ও ভোটাধিকার নিয়ন্ত্রণ o so “নুতন ব্যাংক বা বিশিষ্ট ব্যাংক ব্যতীত অন্য" শব্দগুলি ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ২০০৩ (২০০৩ সনের