পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

こで○ ব্যাংক-কোম্পানী আই F, Sఫిఫీ) সাধারণ পরিচালক ২৩। (১) অন্য কোন আইন বা সংশ্লিষ্ট কোন কোম্পানীর সংঘ স্মারক ও নিয়োল বাধা-নিষেধ সংঘ বিধিতে যাহা কিছুই থাকুক না কেন, (ক) কোন ব্যক্তি একই সময়ে একাধিক ব্যাংক কোম্পানী বা একাধিক আর্থিক প্রতিষ্ঠান বা একাধিক বীমা কোম্পানীর পরিচালক থাকিবেন না; (খ) বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতিরেকে, কোন ব্যাংক কোম্পানীর এমন কোন পরিচালক থাকিবেন না, যিনি (অ) উক্ত ব্যাংক কোম্পানীর বহিঃহিসাব নিরীক্ষক, আইন উপদেষ্টা, উপদেষ্টা বা অন্য কোনভাবে লাভজনক পদের দায়িত্বে নিয়োজিত আছেন: ○ (আ) অন্য কোন ব্যাংক কোম্পানীর উপদেষ্টা; * .ും. (ই) এমন কোন কোম্পানীর পরিচালক যে কোম্পানী বা কোম্পানীসমূহ উক্ত ব্যাংক কোম্পানীর শেয়ার হোল্ডারদের মোট শেয়ারের বিপরীতে মোট ভোটের లతో অধিক ভোট প্রদানের তবে শর্ত থাকে যে, এই উপ-ধারার বিধান সরকার কর্তৃক নিযুক্ত পরিচালকের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।" ব্যাখ্যা। এই উপ-ধারার উদেশ্য পূরণকল্পে “বীমা কোম্পানী” অর্থ Insurance Act, 1938 (IV of 1938) & section 2 & clause (8) (a Tolf's insurance company Il No *(১ক) উপ-ধারী (১) এর বিধান অনুযায়ী পরিচালক থাকিতে পারেন না এমন কোন ব্যক্তি যদি কোন ব্যাংক কোম্পানীর পরিচালক থাকেন, তাহা হইলে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিকে পরিচালক পদ হইতে অপসারণ করবে: জর শর্ত বাকে যে, এইরূপে অপসারণের পূর্বে পরিচালককে কারণ লয়লা আদি । o আরও শর্ত থাকে যে, উপরি-উক্ত ব্যক্তি কোন ব্যাংক কোম্পানীর S. পরিচালক থাকার বিষয় বাংলাদেশ ব্যাংক অবগত হইবার অনধিক তিন মাসের Q মধ্যে এই উপ-ধারার অধীন সকল ব্যবস্থা সম্পন্ন করিবে।] o (২) এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্ব হইতে কোন ব্যাংকo কোম্পানীতে কর্মরত পরিচালক যদি এমন কতিপয় কোম্পানীর পরিচালক হন CŞ

  • উপ-ধারা (১) ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ২০০১ (২০০১ সনের ২৩ নং আইন) এর ৩ ধারাবলে প্রতিস্থাপিত। * উপ-ধারা (১ক) ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৩ নং আইন) এর ১১ ধারাবলে সন্নিবেশিত।
  • "আইন" শব্দটি "অধ্যাদেশের” শব্দটির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ২০০৩ (২০০৩ সনের ১১

নং আইন) এর ১৭ ধারাবলে প্রতিস্থাপিত। o Q, ്