পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

こ○ミ ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ তবে শর্ত থাকে যে, কোন বিশেষ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এবং উহাতে এতদুদ্দেশ্যে নির্ধারিত শর্ত সাপেক্ষে, সংরক্ষিত নগদ তহবিল সংক্রান্ত প্রয়োজনীয়তা পরিবর্তন করিতে পারিবে, ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, কোন বাকু কোম্পানী । পরিশোধিত মূলধন, বা সংরক্ষিত নগদ অর্থ বা উহার লাভ-ক্ষতির হিসাবে - প্রদর্শিত দেন, বা বাংলাদেশ ব্যাংক হইতে গৃহীত কোন ঋণ, উহার "দায়" এর অন্তর্ভুক্ত হইবে না। O . -് (২) উপ-ধারা (১) এর বিধান মোতাবেক সংরক্ষিত তহবিল সম্পর্কে বাংলাদেশ ব্যাংক যখন কোন তথ্য তলব করিবে, তফসিলী ব্যাংক ব্যতীত প্রত্যেক ব্যাংক-কোম্পানী সেই তথ্য সম্বলিত একটি বিবরণী উক্ত কোম্পানীর দুইজন কর্মকর্তার বাক্ষর বাংলাদেশ বাকেরটি দখল করবে। (৩) কোন ব্যাংক-কোম্পানী উপ-ধারা (২) এর বিধান মোতাবেক বিবরণী দাখিল করিতে ব্যর্থ হইলে উক্ত ব্যর্থতার প্রতি দিনের জন্য উক্ত ব্যাংককোম্পানী বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুর্ধ্ব দুই হাজার পাঁচশত টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবে। Q o (৪) উপ-ধারা (২)এর অধীন দাখিলকৃত বিবরণী হইতে যদি দেখা যায় সমাপ্তিতে বিবরণ দাখিলকারী ব্যাংক-কোম্পানী মওজুদ অর্থ উপ-ধারা (১) এর অধীন নির্ধারিত নূ্যনতম নগদ অর্থ অপেক্ষা কম ছিল, তাহা হইলে বাংলাদেশ ব্যাংক উক্ত কোম্পানীকে উক্ত ঘাটতির উপর উহাকে ব্যাংক রেট অপেক্ষা ৩% দিতে পরিবে: এবং অনুরূপ পরবর্তী কোন বিবরণী হইতেও যদি দেখা যায় যে, o সমাপ্তিতেও উক্ত কোম্পানীর মওজুদ অর্থ উপ-ধারা (১) এর অধীন নির্ধারিত Q নূ্যনতম নগদ অর্থ অপেক্ষা কম ছিল, তাহা হইলে বাংলাদেশ ব্যাংক উক্ত - § কোম্পানীকে উক্ত ঘাটতির উপর উহাকে ব্যাংক রেট অপেক্ষা ৫% বেশী হারে -so (৫) কোন ব্যাংক-কোম্পানী কর্তৃক দাখিলকৃত বিবরণীর ভিত্তিতে উপ-ধারা (৪) এর অধীন যদি উক্ত ব্যাংক-কোম্পানী কর্তৃক ব্যাংক রেটের উপর শতকরা ৫% ভাগ বেশী হারে জরিমানামূলক সুদ প্রদেয় হয়, এবং তৎপরবর্তী বিবরণী