পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫8 ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ (খ) উক্ত কোম্পানীর আদায়কৃত মূলধনের ত্রিশ শতাংশ : তবে শর্ত থাকে যে, এই আইন প্রবর্তনের তারিখে কোন ব্যাংক-কোম্পানী কর্তৃক ধারণকৃত উক্তরূপ শেয়ারের পরিমাণ এই উপ-ধারায় অনুমোদিত পরিমাণের বেশী থাকিলে অনুরূপ ধারণের জন্য উক্ত ব্যাংক-কোম্পানী দণ্ডনীয় হইবে না, যদি উক্ত ব্যাংক-কোম্পানী – è Q, (অ) অবিলম্বে ব্যাপারটি বাংলাদেশ ব্যাংকের গোচরীভূত করে; এবং ~ &

  • ~ ヘ

(আ) বাংলাদেশ ব্যাংক এতদুদ্দেশ্যে যে সময় নির্ধারণ করে, যাহা উক্ত প্রবর্তন হইতে দুই বৎসরের বেশী হইবে না, তাহার মধ্যে উক্ত শেয়ারের পরিমাণ এই উপায় অনুমতি সমরমকেই আন আরো শর্ত থাকে যে, কোন ব্যাংক-কোম্পানী কর্তৃক ধারনকৃত শেয়ারের পরিমাণ সমষ্টিগতভাবে উহার মোট দায় এর শতকরা ১০ (দশ) ভাগ এর বেশী হইবে না ।] o

  • (৩) উপ-ধারা (২) তে যাহা কিছুই থাকুক না কেন, যদি কোন ব্যাংককোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক বা ম্যানেজার কোন কোম্পানীর পরিচালনায় সংশ্লিষ্ট থাকেন বা উহাতে তাহার কোন স্বর্থ থাকে, তাহা হইলে, এই আইন প্রবর্তনের তারিখ হইতে এক বৎসর মেয়াদ অতিক্রান্ত হইবার পর, সংশ্লিষ্ট ব্যবস্থাপনা পরিচালক বা ম্যানেজার উক্ত কোম্পানীতে কোন শেয়ার ধারণ করিতে পারিবেন না ।] o

ঋণ ও অগ্রিম প্রদানের ২৭। (১) কোনবাক কোম্পানী উপর বাধা-নিষেধ (ক) উহার নিজস্ব শেয়ারকে জামানত হিসাবে রাখিয়া কোন ঋণ বা অগ্নিম প্রদান করবে না; (খ) বিনা জামানতে নিম্নবর্ণিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোন ঋণ বা অগ্রিম ২ - মঞ্জুর করিবে না, অথবা এই সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক দায় গ্রহণের ত ভিত্তিতে কোন ঋণ ও অগ্রিম প্রদান করবেন o (অ) ইহার কোন পরিচালক; N (আ) ইহার কোন পরিচালকের পরিবারের কোন সদস্য; Q (ই) এমন কোন বাণিজ্য প্রতিষ্ঠান বা প্রাইভেট কোম্পানী যাহাতে উক্ত § ব্যাংক-কোম্পানী বা উহার কোন পরিচালক বা উহার কোন so পরিচালকের পরিবারের কোন সদস্য পরিচালক, মালিক বা ংশীদার রহিয়াছেন; So অ

  • কোলনটি () দড়ির (।) পরিবর্তে প্রতিস্থাপিত এবং শর্তাংশটি ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের

২৫ নং আইন) এর ১১ ধারাবলে সন্নিবেশিত।

  • উপ-ধারা (৩) ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ২০০৩ (২০০৩ সনের ১১ নং আইন) এর ১৮ ধারাবলে প্রতিস্থাপিত।