পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬০ ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ (গ) যদি কোন সময় উক্ত কোম্পানী উপ-ধারা (৪)এ উল্লিখিত কোন শর্ত পূরণে ব্যর্থ হয় : তবে শর্ত থাকে যে, দফা (খ) ও (গ) এর অধীন কোন লাইসেন্স বাতিল করিবার পূর্বে বাংলাদেশ ব্যাংক যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, তৎকর্তৃক নির্ধারিত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুযোগ প্রদানজনিত বিলম্ব উক্ত কোম্পানীর সে আমানতকারীদের বা জনস্বার্থের পরিপন্থী হইবে না, তাহা হইলে উক্ত বিধানাবলী পালন বা পূরণ করিবার সুযোগ দিবে। & (৬) এই ধারার অধীন কোন ব্যাংক-কোম্পানীর লাইসেন্স - সিদ্ধান্তের ফলে কোন ব্যাংক-কোম্পানী সংক্ষুব্ধ হইলে, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত উহাকে গোচরীভূত করিবার তারিখের ত্রিশ দিনের মধ্যে উক্ত ব্যাংককোম্পানী সরকারের নিকট আপীল দায়ের করিতে পারিবে। (৭) উপ-ধারা (৬) এর অধীনে সরকারের নিকট কোন আপীল দায়ের করা হইলে, উহার উপর সরকারের সিদ্ধান্ত বা, কোন আপীল দায়ের করা না হইলে, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে। o নূতন ব্যবসা কেন্দ্র ৩২। (১) বাংলাদেশ ব্যাংকের লিখিত পূর্ব ব্যতিরেকেচালু বা বর্ত (১) বাং পূর্ব অনুমোদন কেন্দ্র স্থানান্তরের উপর (ক) কোন ব্যাংক-কোম্পানী বাংলাদেশের কোথাও কোন নূতন ব্যবসা কেন্দ্র বাধা-নিষেধ সুবলিনাৰ বিদ্যমান ব্যবসা কেন্দ্রের স্থান পরিবর্তন করিবে না; এবং o (খ) বাংলাদেশে নিবন্ধনকৃত কোন ব্যাংক-কোম্পানী বাংলাদেশের বাহিরে কোন নূতন ব্যবসা কেন্দ্র চালু করিবে না এবং বাংলাদেশের বাহিরে বিদ্যমান ব্যবসা কেন্দ্রের স্থান পরিবর্তন করিবে না। o, (২) কোন প্রদর্শনী, মেলা, সম্মেলন বা অনুরূপ অন্য কোন অনুষ্ঠান অনধিক এক মুসের জন্য নূতন ব্যবসা কেন্দ্র চালু করা হইলে সেই ক্ষেত্রে উপo ধারা (১) এর বিধানাবলী প্রযোজ্য হইবে না : S. তবে শর্ত থাকে যে, অনুরূপ ব্যবসা চালু করিবার এক সপ্তাহের মধ্যে Q তৎসম্পর্কে বাংলাদেশ ব্যাংক-কে জানাইতে হইবে। § (৩) কোন ব্যাংক-কোম্পানীকে উপ-ধারা (১) এ উল্লিখিত অনুমতি S প্রদানের পূর্বে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনবোধে উক্ত ব্যাংক-কোম্পানীর কোন o বিষয়ে ধারা ৪৪ এর অধীন পরিদর্শনের মাধ্যমে বা অন্য কোনভাবে জানাইয়া O দিতে পারিবে । সহজে বিনিময়যোগ্য ৩৩। (১) প্রত্যেক ব্যাংক-কোম্পানী চলতি বাজার দরে বাংলাদেশের সম্পদ সংরক্ষণ অভ্যন্তরে এই পরিমাণ নগদ অর্থ বা স্বর্ণ বা দায়মুক্ত অনুমোদিত সম্পত্তি নিদর্শন-পত্র সংরক্ষণ করিবে যাহার মূল্য উহার যে কোন কার্য দিবসের