পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ ২৮৯ কিছুই উক্ত কর্মকর্তা তৎক্ষণাৎ নিজের তত্ত্বাবধানে বা নিয়ন্ত্রণে গ্রহণ করিবেন, এবং উক্ত ব্যাংক-কোম্পানীর আমানতকারীদের স্বার্থ বিবেচনা করিয়া হাইকোর্ট বিভাগ অন্য যে ক্ষমতা তাহাকে অর্পণ করিবে সেই ক্ষমতাও তিনি প্রয়োগ করিতে পারিবেন। (৪) কোন ব্যাংক-কোম্পানীর ব্যাপারে যদি উপ-ধারা (১) এর অধীন 。 কোন আদেশ প্রদান করা হয় এবং যদি বাংলাদেশ ব্যাংক এই মর্মে সন্তুষ্ট হয় èst যে, উক্ত ব্যাংকের কার্যকলাপ উহার আমানতকারীগণের স্বার্থবিরোধী পদ্ধতিতে No পরিচালিত হইতেছে, তাহা হইলে বাংলাদেশ ব্যাংক উক্ত ব্যাংক-কোম্পানীর SS অবসায়নের জন্য হাইকোর্ট বিভাগের নিকট আবেদন করিতে পারিবে এবং ് এইরূপ আবেদনপত্র দাখিল করা হইলে, হাইকোর্ট বিভাগ উক্ত উপ-ধারার . অধীন প্রদত্ত স্থগিত আদেশের মেয়াদ আর বর্ধিত করিবে না। & ৬৫। (১) ধারা ৬৪(১) তে প্রদত্ত ক্ষমতাকে ক্ষুন্ন না করিয়া, এবং কোর্ট বিভাগ কোম্পানী আইনের ধারা ২২৮, ২৪১ এবং ৩৭২ এ যাহা কিছু থাকুক না কর্তৃক অবগমন কেন, হাইকোর্ট বিভাগ এই ধারার অধীন কোন ব্যাংক-কোম্পানীর অবসায়নের জন্য আদেশ প্রদান করিবে, যদি- \^) (ক) উক্ত ব্যাংক-কোম্পানী উহার ঋণ পরিশোধ করতে অক্ষমহয়; (খ) উক্ত কোম্পানী অবসায়নের জন্য বাংলাদেশ ব্যাংক এই ধারা বা ধারা ৬৪ এর অধীন আবেদন করে। (২) ধারা ৪৪(৫)(খ) এর অধীন নির্দেশিত হইলে, বাংলাদেশ ব্যাংক উক্ত নির্দেশে উল্লিখিত ব্যাংক-কোম্পানীর অবসায়নের জন্য এই ধারার অধীন দরখাস্ত দাখিল করিবে । So (৩) কোন ব্যাংক-কোম্পানীর অবসায়নের জন্য বাংলাদেশ ব্যাংক এই ধারার অধীনে আবেদন করিতে পারে, (ক) যদি উক্ত কোম্পানী (জ) ধার ১৩ এর অধীন প্রয়ােজনীয় শর্ত পূরণ করতে ব্যর্থ হইয়া ~ থাকে; বা (i) “T ಲುಫ বিধানজনিত কারণে বাংলাদেশে ব্যাংক-ব্যবসা চালাইবার অধিকার হারাইয়া থাকে; - § (=) HIHI 88(c)(RE) NAHI Bangladesh Bank Order, 1972 (P.O. No. 127 of 1972) ® Article 36(5)(b) eR o অধীনে প্রদত্ত আদেশ দ্বারা নুতনভাবে আমানত গ্রহণ করার ব্যাপারে নিষেধাজ্ঞা পাইয়া থাকে; বা

  • “ধারা ২২৮, ২৪১ এবং ৩৭২” শব্দগুলি, কমা ও সংখ্যাগুলি “Sections 153, 162 এবং 271” শব্দগুলি, কমা ও সংখ্যাগুলির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ২০০৩ (২০০৩ সনের ১১ নং আইন) এর ২৭ ধারাবলে প্রতিস্থাপিত।