পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৩১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\లించి ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ (১৫) এই আইনের অন্য কোন বিধানে বা আপাততঃ বলবৎ অন্য কোন আইনে বা কোন চুক্তিতে বা অন্য কোন প্রকার দলিলে যাহা কিছুই থাকুক না কেন, এই ধারার বিধান এবং উহার প্রস্তুতকৃত যে কোন স্কীম কার্যকর হইবে। সপ্তম খণ্ড NQঅবসায়ন কার্যধারার দ্রুত নিম্পত্তি ് o অন্যান্য আইনের উপর ৭৮ কোম্পানী আইন বা আপাতত বা অনা কেন আইন বা জন

        • " কোন আইনে প্রদত্ত ক্ষমতাবলে প্রণীত বা তদধীনে বলবৎ কোন দলিলে যাহা কিছুই থাকুক না কেন, এই খণ্ডের বিধানাবলী এবং উহার অধীন প্রণীত বিধি কার্যকর থাকিবে। তবে উক্ত আইন বা অন্য কোন আইন বা দলিলের বিধান যদি এই খণ্ড বা উহার অধীনে প্রণীত বিধির দ্বারা পরিবর্তিত না হয়, বা উহার সহিত অসামঞ্জস্য না হয়, তাহা হইলে উহা এই খণ্ড বা তদধীন প্রণীত বিধির অধীনে গৃহীত কারি ক্ষেত্রেও প্রয়ােজ হবে ।

ব্যাংক-কোম্পানীর ৭৯। কোন ব্যাংক কোম্পানীর অবসায়ন আদেশ প্রদত্ত হইবার বা এই :"ণ আইন প্রবর্তিত হইবার পূর্বে বা পরে নিম্নবর্ণিত বিষয়াবলী যখনই উত্থাপিত সিদ্ধান্ত প্রদানের হউক, হাইকোর্ট বিভাগ, ধারা ৮০ তে ভিন্নতর কোন সুস্পষ্ট বিধান না থাকিলে, ক্ষমতা উহা বিবেচনা ও উহাদের উপরসিদ্ধান্ত প্ৰদান করতে পরিবে যথা (ক) অবসায়নাধীন ব্যাংক-কোম্পানী এবং বাংলাদেশে অবস্থিত উহার শাখাসমূহ কর্তৃক বা উহাদের বিরুদ্ধে উত্থাপিত দাবী; o (খ) অবসায়নাধীন ব্যাংক-কোম্পানী কর্তৃক বা উহার বিরুদ্ধে কোম্পানী আইন গধারা ২২৮ এর অধীন দাখিলকৃত কোন আবেদন; বা - )ே অবসায়ন কার্যধারার যে কোন পর্যায়ে উত্থাপিত অবসায়নাধীন ব্যাংক১ে কোম্পানী সম্পর্কিত অগ্রাধিকার বিষয়ক বা অন্য যে কোন আইনগত বা - so ঘটনাগত প্রশ্ন। বিচারাধীন মামলা - ৮০। (১) কোন ব্যাংক-কোম্পানীর ব্যাপারে অবসায়ন আদেশ প্রদত্ত স্থানান্তর ২১ بر ”بر” -২ হইলে, উহার দ্বারা বা উহার বিরুদ্ধে, এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে বা - § তারিখের পূর্বে কোন আদালতে দায়েরকৃত কোন মামলা বা কার্যধারা যদি এই o আইনের অধীনে শুধু মাত্র হাইকোর্ট বিভাগে বিচার্য হয় তাহা হইলে উহার \ কার্যধারা অতঃপর বিধৃত পদ্ধতি অনুসরণ ব্যতিরেকে অগ্রসর হইবে না। CŞ

  • "ধারা ২২৮” শব্দ ও সংখ্যাটি "Section 153” শব্দ ও সংখ্যাটির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন,

২০০৩ (২০০৩ সনের ১১ নং আইন) এর ৩৯ ধারাবলে প্রতিস্থাপিত।