পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৩৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ రివQ টীকা ১। মূলধন : (ক) মূলধনের বিভিন্ন শ্রেণী থাকিলে আলাদাভাবে উল্লেখ করিতে হইবে। - (খ) কোন চুক্তি অনুযায়ী নগদ টাকা পরিশোধ ব্যতিরেকে পূর্ণভাবে

  • ○ উল্লেখ করিতে হইবে।

% 6 (গ) পরিস্থিতি অনুসারে টােলযোগ্য মূলধন এবং প্রতিশ্রুত মূলধন এবং যে ് পরিমাণ মূলধন পরিশোধের আহবান জানানো হইয়াছে তাহা একটি 9. মাত্র দফায় দেখানাে যাইতে পারে, যেমন - বিলিযোগ্য এবং প্রতিশ্রুত মূলধন ...................... টাকার মধ্যে και................ টাকার পরিশোধিত শেয়ার। (ঘ) বাংলাদেশের বাহিরে ব্যাংক-কোম্পানীর ক্ষেত্রে ব্যাংক-কোম্পানী অধ্যাদেশ, ১৯৯১ (অধ্যাদেশ নং ১৫, ১৯৯১) এর ধারা ১৩(৩) এর অধীন বাংলাদেশ ব্যাংকে রক্ষিত আমানত এই খাতের অধীন প্রদর্শন করিতে হইবে, অবশ্য উক্ত আমানতের পরিমাণ কলামের বহিরাংশে প্রদর্শন করিতে হইবে না ২। এই শিরোনামে নিম্নবর্ণিত তথ্যাদি অন্তর্ভুক্ত করা যাইতে পারে, যথা :- অবসর ভাতা বা বীমা তহবিল, অদাবীকৃত ডিভিডেন্ড, অগ্রিম এবং মেয়াদ অতিক্রান্ত হয় নাই এইরূপ বাট্টাকৃত অর্থ (discounts) সাবসিডিয়ারী লের প্রাপ্য দায় এবং অন্য যে কোন দায়। O ് S)| এই শিরোনামে অন্তর্ভুক্ত বিষয়াবলীকে নিম্নরূপে শ্রেণীবিন্যাস করা যাইতে পারে:- ര, (ক) ব্যাংক-কোম্পানীর বিরুদ্ধে উথাপিত এইরূপ দাবী যাহা ঋণ হিসাবে স্বীকৃত নহে; ്. (খ) (১) ঘটনা-সাপেক্ষ দায়ের পরিমাণ; এইরূপ ক্ষেত্রে RT কর্তৃক উহার কোন কর্মকর্তা বা কর্মচারীর পক্ষে কোন দায় ) ം আলাদাভাবে দেখাইতে হইবে; (২) সরকার, কোন ব্যাংক বা অর্থলগ্নকারী প্রতিষ্ঠান বা অন্য কাহারো ഭ) পক্ষে কোন পরিশোধের জন্য ব্যাংক-কোম্পানী কোন ঘটনা- o সাপেক্ষ নিশ্চয়তা প্রদান করিয়া থাকিলে তাহা আলাদাভাবে প্রদর্শন ്റ്റ করিতে হইবে; o -- o (গ) পুঞ্জীভূত অগ্রাধিকারমূলক ডিভিডেন্ড প্রদানের ক্ষেত্রে বকেয়ার পরিমাণ; (ঘ) পুনঃ বাট্টাকৃত বিনিময় বিল বাবদ দায়ের পরিমাণ; (ঙ) বকেয়া ফরোয়ার্ড এক্সচেঞ্জ কন্ট্রাক্ট বিল বাবদ দায়।