পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৩৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\లలO ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ দ্বিতীয় তফসিল [ধারা ৮১(২) দ্রষ্টব্য দেনাদারগণের তালিকা প্রণয়ন সংক্রান্ত নীতিমালা Q ১ । সরকারী অবসায়ক, সময় সময়, দেনাদারগণের তালিকা হাইকোর্ট বিভাগে *○ o দাখিল করিবেন এবং এইরূপ প্রতিটি তালিকা এফিডেভিটসহ প্রত্যয়ন করিবেন। o ২। উক্ত প্রতিটি তালিকায় নিম্নবর্ণিত তথ্যাদি থাকিবে, যথা : o (ক) দেনাদারগণের নাম ও ঠিকানা; ർ (খ) দেনাদারগণের প্রত্যেকের নিকট হইতে ব্যাংক-কোম্পানীর প্রাপ্য o পাওনা; 2/ (গ) সুদ ধার্য করা হইলে উহার হার এবং প্রতিটি দেনাদারের ক্ষেত্রে যে 2. তারিখ পর্যন্ত সুদ গণনা করা হইয়াছে সেই তারিখ (ঘ) কোন কাগজপত্র, বিবরণ ও দলিল থাকিলে প্রতিটি ঋণের ক্ষেত্রে - উহাদের বর্ণনা; (8) প্রত্যেক দেনাদারের বিরুদ্ধে প্রার্থীত প্রতিকার। ർ৩। (ক) যে ঋণের বিপরীতে ব্যাংক-কোম্পানী ব্যক্তিগত জামানত ব্যতীত অন্য (*) (*) কোন জামানত ধারণ করে এবং যে ঋণের বিপরীতে উহা কোন জামানত ধারণ করে এই দুই প্রকার ঋণ উক্তরূপ প্রতিটি তালিকায় সরকারী অবসায়ক আলাদাভাবে প্রদর্শন করিবেন; /* জামানতদাতা দেনাদারগণের ক্ষেত্রে, ব্যাংক-কোম্পানী কর্তৃক দাবীকৃত জামানতের বিবরণ, এবং সম্ভব হইলে উক্ত জামানতের আনুমানিক মূল্য এবং উক্ত জামানতে কোন স্বার্থ আছে বা জামানতের সম্পত্তি পুনরুদ্ধারের অধিকার আছে এইরূপ ব্যক্তি বা ব্যক্তিগণের নাম ঠিকানা উক্ত তালিকার অন্তর্ভুক্ত করিতে হইবে: ാം কোন দেনা পরিশোধের ব্যাপারে কোন জামিন প্রদত্ত হইয়া থাকিলে, জামিনদার বা জামিনদারগণের নাম, ঠিকানা ও সেই ব্যাপারে তাহাদের প্রত্যেকের দায়ের সীমা এবং সংশ্লিষ্ট দলিলাদি। ー/ ৪। কোন দেনাদারের নাম তালিকাভুক্ত হওয়ার পূর্বে বা পরে যে কোন সময়ে কিন্তু উক্ত তালিকা চূড়ান্ত হওয়ার পূর্বেই, তিনি দেউলিয়া ঘোষিত হইলে তাহার স্বত্ব নিয়োগী বা, ক্ষেত্রমত, তাহার বিষয় সম্পত্তির রিসিভারের নাম ও ঠিকান উক্ত তালিকায় উল্লেখ, বা, ক্ষেত্রমত, যুক্ত করিতে হইবে। ৫ । কোন দেনাদারের নাম উক্তরূপ তালিকাভুক্ত হওয়ার পূর্বে বা পরে, কিন্তু উক্ত তালিকা চূড়ান্তকরণের পূর্বে, তাহার মৃত্যু হইলে, সরকারী অবসায়ক সম্ভবমত উক্ত দেনাদারের স্থলে তাহার বৈধ প্রতিনিধির নাম স্থলাভিষিক্ত করিবেন। / ○/ O O