পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ (৩) উপ-ধারা (২) এর অধীন অনুমতি প্রাপ্ত কোন কর্মকর্তা তাহার পরীক্ষানিরীক্ষার অগ্রগতি ও ফলাফল সম্পর্কে সেসন জজকে, তৎকর্তৃক নির্ধারিত সময়ে, অবহিত করিবেন। সম্পত্তি হস্তান্তর ৪৭। (১) এই আইনের অধীন কোন অপরাধের তদন্তকালে যদি তদন্তকারী - BB BB BBBBDD BBB BBB BBBB BB BBB BB BS BB BBBB BBS উক্ত অপরাধের মাধ্যমে উপজিত সম্পত্তি রহিয়াছে, তাহা হইলে অনুরূপ * বিশ্বাসের কারণ লিপিবদ্ধ করিয়া, উক্ত সম্পত্তির বিক্রয়, বন্ধুক, হস্তান্তর বা অন্য কোন প্রকার লেনদেন, তদন্ত কার্য সমাপ্ত না হওয়া পর্যন্ত, নিষিদ্ধ করিবার আদেশ প্রদানের জন্য তিনি সেসন জজের নিকট আবেদন করিতে পারিবেন। Co. (২) উপ-ধারা (১) এর অধীন পেশকৃত আবেদন পর্যালোচনা করিয়া, এবং আবদেনকারী ও যাহার বিরুদ্ধে আবেদন করা হইয়াছে তাহাকে শুনানীর যুক্তি সংগত সুযোগ দিয়া, সেসন জজ আবেদনটি নিম্পত্তি করবেন এবং যদি তিনি আদেশ প্রদান করিবেন: o eS তবে শর্ত থাকে যে, তিন মাসের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন না হইলে সেসন তবে আরও শর্ত থাকে যে, উভয় পক্ষের শুনানীর পর আবেদনটির নিস্পত্তি সাপেক্ষে, বিশেষ কারণে কেবলমাত্র আবেদনকারীকে শুনানী প্রদান করিয়া সেসন (৩) এই আইনের অধীন কোন অপরাধের জন্য দায়েরকৃত কোন মামলা চলাকালীন সময়ে অভিযোগকারী যদি আদালতের নিকট এই মর্মে আবেদন করেন যে, অভিযুক্ত ব্যক্তির অপরাধ প্রমাণিত হইলে তাহার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রয়োজন হইবে এবং সেই কারণে তাহার সম্পত্তির বিক্রয়, বন্ধক, হস্তান্তর বা অন্য কোন প্রকার লেনদেন মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত, নিষিদ্ধ করার o শুনানীর সুযোগ দিয়া প্রয়োজনবোধে উক্তরূপে আদেশ প্রদান করিবেন। o মালো ৪৮। (১) মাদকাসক্তের চিকিৎসার প্রয়োজনে মহা-পরিচালক তাহাদের N জেলাওয়ারী তালিকা প্রস্তুত করিবেন। S § (২) কোন মাদকাসক্ত ব্যক্তি বা তাহার তত্ত্বাবধায়ক বা অভিভাবক বা CŞ চিকিৎসক ইচ্ছা করিলে লিখিতভাবে মহা-পরিচালকের নিকট তাহার নাম উপ ধারা (১) এর অধীন প্রস্তুতকৃত তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করিতে পারিবেন এবং উক্তরূপ আবেদনের পরিপ্রেক্ষিতে মহা-পরিচালক তাহার নাম তালিকাভুক্ত করিতে পারিবেন।