পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ 88, (৩) এই ধারার অধীন তালিকাভুক্ত মাদকাসক্তদের চিকিৎসার জন্য বোর্ড যতদূর সম্ভব যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবে। ৪৯। (১) কোন ব্যক্তি এই আইনের ধারা ২৪ ব্যতীত, কোন ধারায় দণ্ডপ্রাপ্ত হইলে অথবা ধারা ১৬ এর অধীন বাধ্যতামূলকভাবে চিকিৎসাধীন থাকিলে অথবা ধারা ৪৮ এর অধীন মাদকাসক্তদের তালিকাভুক্ত হইলে তাহাকে কোন আগ্নেয়াস্ত্র বা যানবাহন চালকের লাইসেন্স দেওয়া যাইবে না এবং তাহার উক্তরূপ কোন লাইসেন্স থাকিলে উহা বাতিল হইয়া যাইবে। (২) উপ-ধারা (১) এর অধীন কোন ব্যক্তির লাইসেন্স বাতিল হইলে তিনি বা ক্ষেত্রমত, তাহার তত্ত্বাবধায়ক বা অভিভাবক লাইসেন্সটি বাতিল হওয়ার দিন দিবেন এবং যদি লাইসেন্সটি আগ্নেয়াস্ত্র এর জন্য হয়, তাহা হইলে আগ্নেয়াস্ত্রটিও তৎসহ জমা করিতে হইবে। ಕ್ಲಿಕ್ಗಿ Q, o ৫০। (১) এই আইনের প্রয়োজনে সরকার মাদকদ্রব্য বা মাদকদ্রব্যের কোন উপাদানের রাসায়নিক পরীক্ষার জন্য পরীক্ষাগারে স্থাপন করিতে পারবে এবং - (২) এই আইনের অধীন পরিচালিত কোন কার্যক্রমের কোন পর্যায়ে কোন বস্তুর রাসায়নিক পরীক্ষার প্রয়োজন দেখা দিলে উহা উপ-ধারা (১) এর অধীন স্থাপিত রাসায়নিক পরীক্ষাগারে প্রেরণ করতে হইবে। (৩) রসায়নিক পৰীক্ষকের স্বাক্ষরযুক্ত বাসায়নিক পরীক্ষার রিপোর্ট এই আইনের অধীন কোন তদন্ত, বিচার বা অন্য কোন প্রকার কার্যক্রমে সাক্ষ্য दबालबाबदाबकवाचाश्च (* (৪) এই ধরার অধীন রসায়নিক পৰীক্ষাগার স্থপিত না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে নির্ধারিত যে কোন পরীক্ষাগারে এই ধারায় উল্লিখিত রাসায়নিক পরীক্ষা করা যাইবে। -o৫১। এই আইনের বা কোন বিধির অধীন সরল বিশ্বাসে কৃত কোন কাজের ফলে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে বা তাহার ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা থাকিলে তজ্জন্য সরকার, বোর্ড বা কোন কর্মকর্তা বা ব্যক্তির বিরুদ্ধে দেওয়ানী বা o so" রাসায়নিক পরীক্ষক ও তাহার রিপোর্ট সরল বিশ্বাসে কৃত কাজকর্মরক্ষণ 《འབྱེད་ཝ་ཀ་གླི་ཡ་ཡ་ཀ་ཤ་ཨ་ཨངྒ་ཨ་བྷི་ཡ”ཨ་ཨ་ཨོཾཆ་ལ་མ་རྩལ་ཐད་ཀ་ལ་མ་ཤ་ཀ ། So ost ৫২। এই আইনে কোন কিছু করিবার জন্য বিধান থাকা সত্বেও যদি উহা বিধি দ্বারা নির্ধারিত কোন কর্তৃপক্ষ কর্তৃক বা কি পদ্ধতিতে করা হইবে তৎসম্পর্কে কোন বিধান না : থাকে, তাহা হইলে উক্ত কাজ বিধি দ্বারা নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে করা হইবে।