পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষমতা অর্পণ ক্ষতিপূরণ ইত্যাদির দাবী অগ্রহণযোগ্য বিধি প্রণয়নের ক্ষমতা রহিতকরণ ও ○○ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ ৫৩। মহা-পরিচালক এই আইনের অধীন তাহার কোন ক্ষমতা বা দায়িত্ব প্রয়োজনবোধে, লিখিত আদেশ দ্বারা, তাহার অধঃস্তন যে কোন কর্মকর্তাকে অর্পণ করিতে পারিবেন। ৫৪। ধারা ২৭ বা ২৮ এর অধীন প্রদত্ত কোন আদেশের ফলে কোন লাইসেন্স, পারমিট বা পাসধারী ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে তিনি তজ্জন্য, অন্য কোন ് আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোন ক্ষতিপূরণ দাবী করিতে ੋਂ বা তৎকর্তৃক প্রদত্ত কোন ফিস ফেরৎ চাহিতে পারবেন না। co പവ ৫৫। এই আইনের উদ্দেশ্যে পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে। o ৫৬। (১) এই আইন প্রবর্তনের সংগে সংগে Opium Act, 1857 (Ben. Act XIII of 1857), Opium Act, 1878 (I of 1878), Excise Act, 1909 (Ben. Act V of 1909), Dangerous Drugs Act, 1930 (II of 1930) (FIR Opium Smoking Act, 1932 (Ben. Act X of 1932), ঃপর উক্ত আইনবিলাউস্থিতি হবে। S. (২) উক্ত আইনগুলি উক্তরূপে রহিত হইবার সঙ্গে সঙ্গে O. (e) Department of Narcotics and Liquar, ei sgoist বিলুপ্ত ডিপার্টমেন্ট বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; o (*) বিলুপ্ত ডিপার্টমেন্টের সকল সম্পদ অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সন্নিবদ্ধ এবং স্থাবর ও অস্থাবর সম্পত্তি অধিদপ্তরে হস্তান্তরিত ও ন্যস্ত হইবে; (গ) বিলুপ্ত ডিপার্টমেন্টের সকল কর্মকর্তা ও কর্মচারী অধিদপ্তরে বদলী হইবেন ২১ এবং উহার কর্মকর্তা ও কর্মচারী হইবেন এবং তাহারা উক্তরূপ বদলীর - O পূর্বে যে শর্তে চাকুরীতে ছিলেন, সরকার কর্তৃক যথাযথভাবে পরিবর্তিত না so হওয়া পর্যন্ত সেই একই শর্তে উহার অধীনে চাকুরীতে থাকিবেন; (ঘ) উক্ত আইনগুলির অধীন প্রণীত সকল বিধি, প্রদত্ত সকল আদেশ, জারকৃত সকল প্রজ্ঞাপন বা নোটিশ এবং মঞ্জুরীকৃত সকল লাইসেন্স, পারমিট, পাস ও অনুমতি, এই আইনের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত, বলবৎ থাকিবে এবং এই আইনের অধীন প্রণীত, প্রদত্ত, জারীকৃত বা মঞ্জুরীকৃত হইয়াছে বলিয়া গণ্য হইবে; (ঙ) বিলুপ্ত ডিপার্টমেন্ট কর্তৃক বা উহার বিরুদ্ধে দায়েরকৃত মামলা বা মোকদ্দমা অধিদপ্তর কর্তৃক বা উহার বিরুদ্ধে দায়েরকৃত মামলা বা মোকদ্দমা বলিয়া গণ্য হইবে। -