পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ QᎩ (৩) উক্ত আইনগুলির কোন একটির দ্বারা বা উহার অধীন আরোপিত কোন কর, শুল্ক বা ফিস বা অন্য কোন পাওনা, এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে, অনাদায়ী থাকিলে উহা উক্ত আইন অনুযায়ী আদায় করা হইবে যেন উক্ত আইন রহিত হয় নাই। আবগারী শুল্ক (Excise duty) সংক্রান্ত বিধিমালা এই আইনের অধীন আরোপিত N মাদক শুল্ক সংক্রান্ত বিধিমালা বলিয়া গণ্য হইবে এবং মাদক শুল্ক সংক্রান্ত স্বতন্ত্র SS বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত উক্ত বিধিমালা, প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে, ് বহাল থাকিবে এবং উহাতে যেখানে যেখানে “আবগারী শুল্ক" শব্দগুলি রহিয়াছে, সেখানে, অসংগতি না হইলে, “মাদক শুল্ক" পড়িতে হইবে। o & (৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮৯ (অধ্যাদেশ নং ১৯, ১৯৮৯)এতদ্বারা রহিত করা হইল। S. so (৬) উপ-ধারা (৫) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশের অধীন কৃত কাজকর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত (8) Excise Act, 1909 (Ben. Act V of 1909) of offin offs èst o হইয়াছে বলিয়া গণ্য হইবে। N ൽ প্রথম তফসিল o [ধারা ২ (৬) দ্রষ্টব্য ২ ‘ক’ শ্রেণীর মাদকদ্রব্য - S of RTN off (Opium Poppy) বাতনিত আঠালো পদার্থ। ২। পরিশোধিত, অপরিশোধিত, তৈরীকৃত যে কোন আফিম বা আফিম সহযোগে তৈরী যে কোন পদার্থ। so ৩। আফিম উদ্ভূত মাদকদ্রব্যসমূহ (Opium Derivatives) NR : Nāfērī (Morphine), Golson (Codeine), 'I Goof (Heroin), of (Buprenorphine), ofton (Thebaine), GTGioioso (Noscapaine), নারকটিন (Narcotine), প্যাপাভারিন (Papavarine) ইত্যাদি এবং ইহাদের ক্ষারসমূহ। o ৪। শতকরা ০.২ এর অধিক মরফিনযুক্ত যে কোন পদার্থ। -৫। আফিমের সমধর্মী কৃত্রিম উপায়ে তৈরী যে কোন মাদকদ্রব্য যথা: পেথিডিন (Pethidine), মেপারডাইন (Meperdine), মেথাডন (Methadone), ডেকসট্রোমোরামাইড (Dextromoramide), BĒRĒTUHIGE ডন (Dihydrocodeine), SR Gro HEŘMI GEFÜFIỆai (Meperdine Fentanyl), coiūIGTKEŘI (Pentazocaine), CŞ হাইড্রোমরফিন (Hydromorphine), STĪGirolī (Omnopone), STERFIGAREF

  • “হেরোইন (Heroin), বুপ্রেনরফাইন (Buprenorphine),” শব্দগুলি, বন্ধনীগুলি ও কমাগুলি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ

(সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ৩৯ নং আইন) এর ২৩ ধারাবলে সন্নিবেশিত।