পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Go 8 প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলক করণ) আইন, ১৯৯০ ১৯৯০ সনের ২৭ নং আইন প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করণকল্পে প্রণীত আইন। ് যেহেতু প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা সমীচীন ও প্রয়োজনীয়; & সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :- ് . -- সংক্ষিপ্ত শিরোনামা ১। এই আইন প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলক করণ) আইন, ১৯৯০ নামে অভিহিত হইবে। o - ~ সংজ্ঞা ২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে, (ক) “অভিভাবক” অর্থ শিশুর পিতা বা পিতার অবর্তমানে মাতা বা উভয়ের অবর্তমানে শিশুর তরুবনেরঙ্কনে এমন কোন ব্যক্তি; (খ) “কমিটি" অর্থ ধরা ৪ এর অধীন গঠিত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কমিটি; o (গ) “প্রাথমিক শিক্ষা” অর্থ শিশুদের জন্য সরকার কর্তৃক নির্ধারিত বা অনুমোদিত শিক্ষা (ঘ) “প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান” অর্থ যে কোন সরকারী বা বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রাথমিক শিক্ষা প্রদানের ব্যবস্থা রহিয়াছে; റ് (ঙ) "শিশু" অর্থ ছয় বৎসরের কম নহে এবং দশ বৎসরের অধিক নহে S. এইরূপ বয়সের যে কোন বালক বা বালিকা। প্রাথমিক শিক্ষা છે ૩ (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, দেশের যে কোন বাধ্যতামূ ”ཙགྲངེས་ এলাকায় যে কোন তারিখ হইতে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করিতে পরিবে। © (২) যে এলাকায় প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হইবে সেই এলাকায় § বসবাসরত প্রত্যেক শিশুর অভিভাবক তাহার শিশুকে, যুক্তিসংগত কারণ না sò বাসস্থানের নিকটস্থ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাইবেন। (৩) উপ-ধারা (২) এ উল্লেখিত “যুক্তিসংগত কারণ” বলিতে নিম্নলিখিত কারণগুলিকে বুঝাইবে, যথা: (ক) অসুস্থতা বা অন্য কোন অনিবার্য কারণে কোন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা সম্ভব না হওয়া;